Advertisement
১৫ মে ২০২৪

সেট-পিসে গোল চান গুরু ক্লপ

কেন বলছেন, তা-ও ব্যাখ্যা করলেন। লিগে লিভারপুলের গোল ৬৪। বেশির ভাগই করেন মহম্মদ সালাহ (১৭), সাদিয়ো মানে (১৪) ও রবের্তো ফির্মিনো (৯)। ক্লপের বক্তব্য, গোল করায় আক্রমণের তিন স্তম্ভের উপর চাপ পড়ছে। তাঁদের বাইরে তিনের বেশি গোল জার্দান সাচিরির (৬)। ক্লপ মনে করেন, সালাহদের চাপ কমবে সেট-পিসে গোল হলে।

সেট-পিসে গোল চান য়ুর্গেন ক্লপ।—ছবি এপি।

সেট-পিসে গোল চান য়ুর্গেন ক্লপ।—ছবি এপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ০৪:১৭
Share: Save:

সেট-পিসে গোল চান য়ুর্গেন ক্লপ। প্রিমিয়ার লিগে এভার্টন ম্যাচের আগের দিন এমনটাই বললেন লিভারপুল ম্যানেজার।

কেন বলছেন, তা-ও ব্যাখ্যা করলেন। লিগে লিভারপুলের গোল ৬৪। বেশির ভাগই করেন মহম্মদ সালাহ (১৭), সাদিয়ো মানে (১৪) ও রবের্তো ফির্মিনো (৯)। ক্লপের বক্তব্য, গোল করায় আক্রমণের তিন স্তম্ভের উপর চাপ পড়ছে। তাঁদের বাইরে তিনের বেশি গোল জার্দান সাচিরির (৬)। ক্লপ মনে করেন, সালাহদের চাপ কমবে সেট-পিসে গোল হলে।

প্রিমিয়ার লিগে আগের ম্যাচে ওয়াটফোর্ডের বিরুদ্ধে জোড়া গোল করেন ডিফেন্ডার ভার্জিল ফান ডিঙ্ক। ক্লপ যাকে ভাল লক্ষণ মনে করছেন। চান, ডিফেন্ডার-মিডফিল্ডাররা আরও গোল করুন, ‘‘বেশি দরকার সেট-পিস গোল।’’ সঙ্গে মন্তব্য, ‘‘ফুটবলে সব দিকে তৈরি থাকতে হয়। মরসুমের শুরুতে সেট-পিসে গোল সাহায্য করেছে। পরে দেখলাম আর হচ্ছে না।’’ ফান ডিঙ্কের ওয়াটফোর্ডের বিরুদ্ধে দু’টি গোলই দু’প্রান্তের ক্রস কাজে লাগিয়ে। ক্রস দু’টি রক্ষণের ফুটবলারদের। ক্লপের কথা, ‘‘এটাই আধুনিকতা। এখনকার কম বয়সিদের কাছে প্রিয় পজিশন জানতে চাওয়া হলে বেশি কেউ ডিফেন্ডার হওয়ার কথা বলে না। বোঝানো দরকার, ফুটবল বদলে গিয়েছে। ওয়াটফোর্ডের বিরুদ্ধে ডিফেন্ডাররা গোল পাওয়ায় আমি খুশি। আলেকাজান্ডার-আর্নল্ডের কথাও বলতে হবে। তিনটি গোল ওর পাসে। আমার কোচিংয়ে কোনও দল ম্যাচে তিনটি গোল ডিফেন্ডারের পাস থেকে আগে পায়নি।’’

সেট-পিস ও ডিফেন্ডারদের কথা বললেও ক্লপ উচ্ছ্বসিত সাদিয়ো মানেকে নিয়ে, ‘‘ছেলেটাকে নিয়ে হইচই কম হয়। কিন্তু ও বিশ্বমানের।’’ ফির্মিনোর চোট থাকায় সেনেগালিজ ফুটবলার উইং থেকে সরে মাঝখানে খেলছেন। ওয়াটফোর্ডের বিরুদ্ধে জোড়া গোল করেন। তাঁর কথা, ‘‘চাই ববি (ফির্মিনোর ডাকনাম) দ্রুত সুস্থ হয়ে ফিরুক। তবে মাঝখানে খেলতে ভাল লাগছে। গোল পেয়ে খুশি হয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE