Advertisement
১১ জুন ২০২৪
Kapil Dev

Kapil Dev: চার ওভার বল করলেই হাঁপিয়ে যায়! এখনকার বোলারদের নিয়ে বিরক্ত কপিল

তাঁদের সময়ের সঙ্গে এখনকার সময়ের ক্রিকেটও যে বদলে গিয়েছে, সেটাও মেনে নিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ১৮:৪৯
Share: Save:

এই সময়ের বোলারদের নিয়ে খুশি নন কপিল দেব। তাঁর মতে মাত্র চার ওভার বল করেই হাঁপিয়ে যান এখনকার বোলাররা।

তাঁদের সময়ের সঙ্গে এখনকার সময়ের ক্রিকেটও যে বদলে গিয়েছে, সেটাও মেনে নিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, “১০ মাস ধরে টানা ক্রিকেট খেললে চোট লাগা স্বাভাবিক। আর এখন ক্রিকেট মানে ব্যাটসম্যানরা ব্যাট করবে, আবার বোলাররাও ব্যাট করতে চাইবে। আমাদের সময় সব কিছু করতে হয়েছে। ক্রিকেট খেলাটাই বদলে গিয়েছে। এখন দেখি চার ওভার বল করেই একজন বোলার হাঁপিয়ে গিয়েছে। খারাপ লাগে দেখতে। শুনেছি ওদের নাকি তিন-চার ওভারের বেশি বল করতেই দেওয়া হয় না।”

—ফাইল চিত্র

এখন একজন ক্রিকেটারের ওপর কতটা চাপ দেওয়া হবে, সেটা নিয়েও চিন্তা ভাবনা করা হয়। একজন বোলার বা ব্যাটসম্যানকে টানা খেলিয়ে যাওয়া হয় না।

কপিল বলেন, “জানি না ঠিক কি না, তবে আমাদের সময় অনুশীলনে শেষ যে ব্যাট করতে আসত, তাকেও ১০ ওভার বল করতাম। এমন মানসিকতাই থাকা উচিত। এতে পেশি শক্ত হয়। এখন বোধ হয় ওদের জন্য চার ওভারই যথেষ্ট। যুগ পাল্টে গিয়েছে।”

আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Team India Kapil Dev Indian Pacer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE