Advertisement
১৯ মে ২০২৪

সেনার পাশে লুইস

রেসিং কিংবদন্তি আয়র্টন সেনার পাশে এ দিন বসল তাঁর নাম। জাপানের সুজুকায় ব্রিজিলীয় মহাতারকার একচল্লিশ ফর্মুলা ওয়ান রেস জয়ের রেকর্ড স্পর্শ করে অপ্লুত লুইস হ্যামিল্টন বললেন, ‘‘অদ্ভূত আবেগে ভাসছি। আনন্দ হচ্ছে, ফুরফুরে লাগছে। আবার নিজেকে আলোকিত মনে হচ্ছে। সেনা আমার আইডল। আমিই কি না তাঁর পাশে!’’

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৭
Share: Save:

রেসিং কিংবদন্তি আয়র্টন সেনার পাশে এ দিন বসল তাঁর নাম। জাপানের সুজুকায় ব্রিজিলীয় মহাতারকার একচল্লিশ ফর্মুলা ওয়ান রেস জয়ের রেকর্ড স্পর্শ করে অপ্লুত লুইস হ্যামিল্টন বললেন, ‘‘অদ্ভূত আবেগে ভাসছি। আনন্দ হচ্ছে, ফুরফুরে লাগছে। আবার নিজেকে আলোকিত মনে হচ্ছে। সেনা আমার আইডল। আমিই কি না তাঁর পাশে!’’ সেনার পর ফর্মুলা ওয়ানের একমাত্র রেসিং মৃত্যুর সঙ্গেও জড়িয়ে সুজুকা। জুল বিয়াঙ্কির। তবে এ দিন দুর্দান্ত রেসের সাক্ষী থাকল সুজুকা। শুরুতে পিছিয়ে পড়ে যে রেসে দারুণ ভাবে ফিরে এসে জিতলেন হ্যামিল্টন। দ্বিতীয় তাঁর মার্সিডিজ টিমমেট নিকো রোজবার্গ। ফেরারির সেবাস্তিয়ান ভেটেল তৃতীয়। জাপান রেস দারুণ গেল ফোর্স ইন্ডিয়ার জন্যও। ভারতীয় দলের নিকো হুল্কেনবার্গ তেরোতম স্থান থেকে রেসে নামলেও দারুণ শুরু করে প্রথমেই এগিয়ে যান। দারুণ ড্রাইভিং, নিখুঁত পিট স্টপ স্ট্র্যাটেজিতে শেষ করলেন ষষ্ঠ স্থানে। তবে সের্জিও পেরেজ কোনও পয়েন্ট না পাওয়ায় পাঁচেই থাকল ফোর্স ইন্ডিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lewis hamilton ayarton sena japan grand pix
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE