Advertisement
১৮ মে ২০২৪
Lisa Sthalekar

বেদার প্রতি নির্দয় বোর্ড, ক্ষোভ লিজ়ার

সে দেশে একটি টেস্ট ও তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। যার কোনও দলেই রাখা হয়নি বেদাকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২১ ০৭:৩২
Share: Save:

বেদা কৃষ্ণমূর্তির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার লিজ়া স্টালেকার। সম্প্রতি করোনায় নিজের মা ও দিদিকে হারিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকা। লিজ়া মনে করেন, বেদার প্রতি ভারতীয় বোর্ডের আচরণ অপ্রত্যাশিত রকমের শীতল। যার পিছনে কোনও যুক্তিই তিনি খুঁজে পাচ্ছেন না।

শুক্রবারই ইংল্যান্ড সফরের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সে দেশে একটি টেস্ট ও তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। যার কোনও দলেই রাখা হয়নি বেদাকে। তাতে অবশ্য লিজ়া অবাক হচ্ছেন না। প্রাক্তন অস্ট্রেলীয় তারকার বক্তব্য, বাদ দেওয়ার পিছনে ক্রিকেটীয় যুক্তি থাকতেই পারে। কিন্তু তাঁর বিস্ময়, ‘জাতীয় দলে খেলা একটি মেয়ের’ এত বড় পারিবারিক বিপর্যয়ের পরেও ভারতীয় বোর্ডের কর্তাদের কার্যত নিরুত্তাপ ও চুপচাপ বসে থাকতে দেখে। একই সঙ্গে ব্যথিত ও ক্ষুব্ধ লিজ়া টুইটারে লিখেছেন, ‘‘আসন্ন ইংল্যান্ড সিরিজের দলে বেদাকে না নেওয়ার কারণ থাকতেই পারে। কিন্ত আমার রাগ হচ্ছে অন্য কারণে। চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া সত্ত্বেও ওর সঙ্গে কোনও যোগাযোগই করেনি ভারতীয় বোর্ড। এমনকি এই মুহূর্তে মেয়েটার মানসিক অবস্থা কী, সেটাও জানার চেষ্টা করেননি কেউ।’’ আরও লিখেছেন, ‘‘একটা সত্যিকারের সংস্থার সবসময়ই উচিত তার ক্রিকেটারদের খেয়াল রাখা। শুধুই তার খেলা, ফর্মের ব্যাপারটা দেখা হবে কেন? সবকিছু দেখে আমি কতটা হতাশ বলে বোঝাতে পারব না।’’

এখানেই থামেননি লিজ়া। অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংস্থার ধাঁচে এ দেশেও কিছু একটা করা দরকার বলে তিনি মনে করছেন। তিনি লিখেছেন, ‘‘আমি নিজে একজন প্রাক্তন ক্রিকেটার। এসিএ (অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসেসিয়েশন) কিন্তু সব সময় আমার খেয়াল রাখে। দেখে, সব ধরনের সুবিধা পাচ্ছি কি না। এবং সেটা দৈনন্দিন ভিত্তিতেই দেখা হয়। ভারতেও ক্রিকেটারদের সংস্থা গঠন করাটা জরুরি। আর সেটা করার এখনই সেরা সময়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE