Advertisement
১৮ মে ২০২৪

অলিম্পিক্সে বাতিল মহেশ

রিও অলিম্পিক্স থেকে বাতিল মহেশ ভূপতি। বৃহস্পতিবার এআইটিএ-র কাছে আইটিএফ-এর তরফ থেকে তালিকা পাঠানো হয় কোন কোন টেনিস প্লেয়াররা রিও-য় খেলতে পারবেন। পুরুষদের তালিকায় মহেশের নাম নেই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০৩:৪৯
Share: Save:

রিও অলিম্পিক্স থেকে বাতিল মহেশ ভূপতি। বৃহস্পতিবার এআইটিএ-র কাছে আইটিএফ-এর তরফ থেকে তালিকা পাঠানো হয় কোন কোন টেনিস প্লেয়াররা রিও-য় খেলতে পারবেন। পুরুষদের তালিকায় মহেশের নাম নেই। যদিও এখনও মহেশ অবসর নেননি। টেনিস সার্কিটে রয়েছেন ভূপতি। লন্ডন অলিম্পিক্সে রোহন বোপান্নার সঙ্গে জুটিও বেঁধেছিলেন তিনি। কিন্তু কারণ হিসেবে বেরিয়ে আসছে লন্ডন অলিম্পিক্সের পরে আর দেশের হয়ে কোনও ম্যাচ খেলেননি মহেশ। শেষ ডেভিস কাপে খেলেছিলেন সেই ২০১১। আর এই কারণেই মহেশের নাম দেওয়া যায়নি। আইটিএফ-এর নিয়ম অনুযায়ী অলিম্পিক্সে খেলতে হলে শেষ অলিম্পিক্সের পর থেকে চার বছরের মধ্যে দেশের হয়ে খেলতে হবে।

মহেশ না থাকলেও তালিকায় অবশ্য নাম আছে লিয়েন্ডার পেজ, রোহন বোপান্না, পূরব রাজা, সাকেত মিনেনি ও দ্বিবীজ শরণের। মেয়েদের তালিকায় নাম রয়েছে সানিয়া মির্জা, প্রার্থনা থাম্বে আর অঙ্কিতা ভামব্রি-র। আগামী ১১ জুন এই আট জনের মধ্যে রিও-র দল ঠিক করবে এআইটিএ। ছেলেদের ডাবলসে যেতে পারেন রোহন বোপান্না ও লিয়েন্ডার পেজ। মেয়েদের ডাবলসে হয়তো সানিয়া মির্জা ও অঙ্কিতা ভামব্রি। আর মিক্সড ডাবলসে সানিয়া মির্জা ও রোহন বোপান্না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahesh Bhupati Reo-Olympic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE