Advertisement
১১ জুন ২০২৪

মণীশের সেঞ্চুরিতে জিতল ভারত ‘এ’

মণীশ পাণ্ডের আগ্রাসী ব্যাটিংয়ে অনবদ্য জয় ছিনিয়ে নিল ভারত ‘এ’। দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার টাউন্সভিলে চারদলীয় সিরিজে। বুধবার ২৩০ টপকাতে যখন হিমশিম অবস্থা দলের অন্যান্য ব্যাটসম্যানদের, তখন প্রায় একা হাতে জয় এনে দিলেন ভারত ‘এ’ ক্যাপ্টেন মণীশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০৩:৫০
Share: Save:

মণীশ পাণ্ডের আগ্রাসী ব্যাটিংয়ে অনবদ্য জয় ছিনিয়ে নিল ভারত ‘এ’। দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার টাউন্সভিলে চারদলীয় সিরিজে। বুধবার ২৩০ টপকাতে যখন হিমশিম অবস্থা দলের অন্যান্য ব্যাটসম্যানদের, তখন প্রায় একা হাতে জয় এনে দিলেন ভারত ‘এ’ ক্যাপ্টেন মণীশ। তাঁর অপরাজিত সেঞ্চুরিই শেষ পর্যন্ত দলকে জয়ের মুখ দেখাল আট বল বাকি থাকতে। বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে মণীশ এ দিন একশোতেও পৌঁছন। ১০৫ বলের এই ইনিংসে ন’টি চার ও একটি ছয়। অন্য ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান ২৬, কেদার যাদবের। বল হাতে চার উইকেট পাওয়া ধবল কুলকার্নি এ দিন গুরুত্বপূর্ণ ২৩ রানও করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manish Pandey India-A
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE