Advertisement
০১ নভেম্বর ২০২৪

ধোঁয়াশায় রাখছেন মাতেরাজ্জি

পরের বার আইএসএলে কি মার্কো মাতেরাজ্জি থাকছেন না? নাকি চেন্নাইয়ের দায়িত্ব ছেড়ে অন্য টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা ভাবছেন?

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ০৪:১১
Share: Save:

পরের বার আইএসএলে কি মার্কো মাতেরাজ্জি থাকছেন না? নাকি চেন্নাইয়ের দায়িত্ব ছেড়ে অন্য টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা ভাবছেন?

বৃহস্পতিবার চেন্নাইয়ে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে মাতেরাজ্জির টিমের। ম্যাচের আগের দিন সরকারি সাংবাদিক সম্মেলনে এসে এই জল্পনাই উস্কে দিয়েছেন খোদ ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলার। যিনি এই মুহূর্তে চেন্নাইয়ান এফসি-র হেড কোচ। টিমের খারাপ পারফরম্যান্সে রীতিমতো হতাশ মাতেরাজ্জি। এবং সেই হতাশা লুকিয়ে রাখার কোনও চেষ্টাও তিনি করছেন না। বরং এ দিন কোনও রাখঢাক না করেই বলে দিয়েছেন, ‘‘আমাদের অন্তত প্লে-অফে যাওয়া উচিত। যদি আমরা সেটা না করতে পারি, তা হলে খুব খারাপ হবে। সব কিছুর শেষে প্রাপ্তির খাতাটা শূন্যই থেকে যাবে। হয়তো আমি পরের বার চেন্নাইয়ের হেড কোচ হিসেবে থাকব না, কিন্তু ক্লাবের প্রতি আমাদের যে ভালবাসা রয়েছে সেটা তো দেখাতে হবে। এবং তার জন্য আমাদের জিততে হবে।’’ মাতেরাজ্জির এই কথাকে কেন্দ্র করেই শুরু হয়েছে নানা জল্পনা।

গত বার চেন্নাইকে চ্যাম্পিয়ন করেন মাতেরাজ্জি। প্রথম বছর চেন্নাইয়ান শেষ চারে উঠেছিল। কিন্তু এ বার চ্যাম্পিয়ন টিমের পারফরম্যান্স গ্রাফ একেবারে তলানিতে। দু’ম্যাচে একটি ড্র, একটি হার। বিরক্ত মাতেরাজ্জি এ দিন বলেই ফেলেছেন, ‘‘যদি সম্ভব হতো তবে আমি পুরো এগারো জন প্লেয়ারই, এমনকী নিজেকে নিয়ে ১২ জনকেই পরিবর্তিত করতাম। কিন্তু নিয়মানুযায়ী, আমি মাত্র তিন জনকে পাল্টাতে পারব।’’ তবে শুধু চেন্নাই নয়, খারাপ অবস্থায় রয়েছে তাদের প্রতিপক্ষ টিম এফসি গোয়াও। জিকোর টিম দুই ম্যাচে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা এই মুহূর্তে আইএসএলের লাস্টবয়।

বৃহস্পতিবারে

আইএসএল— চেন্নাইয়ান : এফসি গোয়া (চেন্নাই, ৭-০০)।

অন্য বিষয়গুলি:

Marco Materazzi Chennaian FC ISL 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE