Advertisement
১৬ মে ২০২৪
Cricket

‘বিরাটদের স্লেজিং করতে চাই না’, কেন বললেন অজি তারকা ওয়েড?

ওয়েড নিজেও স্লেজিং করেন মাঠের ভিতরে। এ ব্যাপারে তিনি বেশ দক্ষ।

গতবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এই ছবি দেখা গিয়েছিল। ছবি: রয়টার্স।

গতবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এই ছবি দেখা গিয়েছিল। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ১২:৪৩
Share: Save:

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের বল গড়ানোর আগেই সতর্ক অজি ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। সিরিজ শুরু হলে বিরাট কোহালিদের বিরুদ্ধে তিনি স্লেজিং করবেন না বলে আগেই জানিয়ে দিলেন।

ওয়েড নিজেও স্লেজিং করেন মাঠের ভিতরে এ ব্যাপারে তিনি বেশ দক্ষ কিন্তু ভারত-অস্ট্রেলিয়া সিরিজে তিনি স্লেজিংয়ের রাস্তায় যেতে চান না কারণ হিসেবে ওয়েড বলছেন, ভারত দল হিসেবে খুবই শক্তিশালী স্লেজিং করলে ওদেরই অ্যাডভান্টেজ

কোহালির কথাও বলেছেন ওয়েড ভারত অধিনাযক যে ভাবে স্লেজিং করেন, সেই প্রসঙ্গে অজি তারকা বলছেন, বিরাট খুব বুদ্ধিমত্তার সঙ্গে স্লেজিং করে ভাষা প্রয়োগ ও শরীরী ভাষাতেও থাকে বুদ্ধির ছোঁয়া আমি এর মধ্যে জড়াতে চাই না

আরও পড়ুন: বিরাট সবসময়ে ফুটছে, সিংহের মতোই ওর এনার্জি, বললেন কোহালির সতীর্থ

ওয়েড-সহ গোটা ক্রিকেট বিশ্ব এখন জানতে পেরে গিয়েছে, এই ভারতকে স্লেজিং করে বশ করা যাবে না। অতীতে অজিদের ক্রিকেটীয় স্কিলের সঙ্গে স্লেজিংও সামলাতে হতো। এখন তাঁরাই উপলব্ধি করতে পেরেছেন, স্লেজিং খেলার অঙ্গ হলেও ভারতীয়দের স্লেজিং করে থামানো সম্ভব নয়। বরং স্লেজিং করলে ভারতীয়দেরই সুবিধা করে দেওয়া হবে। সেই কারণেই ওয়েড জানিয়েছেন, স্লেজিং করা থেকে তিনি বিরত থাকবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Matthew Wade Virat Kohli sledging
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE