Advertisement
০১ নভেম্বর ২০২৪
Sports News

রেফারির সঙ্গে অভদ্র আচরণ, চার ম্যাচে নির্বাসিত মেসি

বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে অভব্য আচরণের অভিযোগে মেসিকে আগামী চারটে ম্যাচে নিষিদ্ধ করল ফিফা।

ম্যাচের বিতর্কিত সময়। ছবি: সংগৃহীত।

ম্যাচের বিতর্কিত সময়। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ২১:২৩
Share: Save:

বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে অভব্য আচরণের অভিযোগে মেসিকে আগামী চারটে ম্যাচে নিষিদ্ধ করল ফিফা।

বৃহস্পতিবার চিলির বিরুদ্ধে বুয়েনস আইরেসে খেলতে নামে আর্জেন্তিনা। খেলা চালাকালীন একটি ফাউল করা নিয়ে অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় মেসিকে। অভিযোগ, অশ্লীল মন্তব্য করেছেন মেসি। এমনকী খেলা শেষে অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে হাত মেলাতেও অস্বীকার করেন তিনি।

মেসির এই আচরণে কড়া সিদ্ধান্ত নিল ফিফা। মেসিকে ১০,১৬০ ডলার জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: স্মিথের জন্য সম্মান বেড়ে গেল: গাওস্কর

মেসির নির্বাসনে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্তিনার যাওয়াটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। বাকি চারটে ম্যাচের মধ্যে দু’টো ম্যাচ জিততেই হবে আর্জেন্তিনাকে। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে মেসির নির্বাসন দলের পক্ষে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল।

অন্য বিষয়গুলি:

Messi Chile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE