Advertisement
০৪ জুন ২০২৪
Mohammedan SC

CFL 2021: লাল কার্ড দেখলেও ভবানীপুরের বিরুদ্ধে খেলবেন মহমেডান ডিফেন্ডার শাহির শাহিন

খেলার পরই রেফারিং নিয়ে আইএফএ-এর কাছে অভিযোগ জানিয়েছিল মহমেডান। তার ভিত্তিতেই সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ২৩:৩৮
Share: Save:

কলকাতা লিগের প্রি কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখলেও কোয়ার্টার ফাইনালে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে পারবেন সিরিয়ান ডিফেন্ডার শাহির শাহিন। বৃহস্পতিবার মহমেডান ক্লাবে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় আইএফএ।

টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেলার একেবারে শেষ লগ্নে লালরাম চুলোভার ভুল পাস থেকে বল পান চিবুজা ক্রিস্টোফার। তাঁর শট গোললাইনের দিকে যেতেই সেখান থেকে বল বার করতে গিয়ে বল হাতে লাগিয়ে ফেলেন শহিন। এই অভিযোগে রেফারি মহমেডানের বিরুদ্ধে পেনাল্টি দেন ও শাহিনকে লাল কার্ড দেখান। সেখান থেকেই গোল করেন ক্রিস্টোফার। সেই গোল বাতিল না হলেও লাল কার্ডের সিদ্ধান্ত বাতিল করা হল। খেলার পরই রেফারিং নিয়ে আইএফএ-এর কাছে অভিযোগ জানিয়েছিল মহমেডান। তার ভিত্তিতেই সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।

শনিবার ভবানীপুরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং।

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: কার দখলে ‘দিল্লিবাড়ি’?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohammedan SC Calcutta Football League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE