আই লিগ পরের বারও ক্লাব তাঁবুতে আনার পরিকল্পনা শুরু হল মোহনবাগানে। কলকাতা লিগের জন্য আলাদা দল দেওয়া হচ্ছে কোচ সঞ্জয় সেনকে। সে জন্য ফুটবলার সংখ্যা বাড়িয়ে তেত্রিশ করা হচ্ছে। ডেনসন, আনোয়ার, লালকমল ভৌমিক-সহ সাতজনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে সরকারি সিলমোহর পড়ল এ দিনের সভায়। বলবন্তর সিংহর সঙ্গে জেজেকেও রেখে দেওয়া হবে সামনের মরসুমে।
আইএসএলে সনি নর্ডি, কাতসুমি, শিল্টন পালরা চলে গেলে কোচের হাতে কলকাতা লিগের জন্য যাতে অন্তত কুড়ি জন থাকে সেটাই চাইছেন কর্তারা। তবে কলকাতা লিগের ডার্বি খেলেই ছাড়া হবে আইএসএল ফুটবলারদের। ম্যাচটি আইএফএ করতে চাইছে অগস্টের শেষে। এ দিনের সভায় পারিবারিক কাজে ব্যস্ত থাকায় ছিলেন না সঞ্জয়। তবে ফুটবল সচিব, সহসচিব-সহ অন্য কর্তারা ছিলেন। অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, ‘‘এ বার শুরু থেকেই আমরা কলকাতা লিগ ও আই লিগের জন্য আলাদা পরিকল্পনা করছি। যাতে পরে সমস্যা না হয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy