জোসে মোরিনহোর সময়টা সত্যি খারাপই যাচ্ছে। একে তো তাঁর টিম নামী মহাতারকা সই করিয়েও ভুগছে। প্রিমিয়ার লিগ টেবলে প্রথম চারে কোথাও নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তারা ছ’নম্বরে। তার উপর চেলসিতে আবার একজনকে ইতিমধ্যে নতুন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ বলে ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে।
তিনি, আন্তোনিও কন্তে। চেলসি কোচ।
বিলেতের এক সংবাদপত্র কিছু বিষয় ধরে ধরে এই মিল খোঁজা শুরু করেছে। যেমন চেলসিতে প্রথম বছরের মোরিনহো বনাম চেলসিতে প্রথম বছরের কন্তে। বলা হচ্ছে, চেলসিতে প্রথম দিকে নিজের ফুটবলারদের আক্রমণ করতেন না মোরিনহো। এখন যা প্রায় নিয়মিত হয়ে গিয়েছে। কন্তের এ বছরই প্রথম। তিনিও লো প্রোফাইলে থেকেছেন, বেশি করে সবার সঙ্গে মিশতে চেয়েছেন। যেমন সাইডলাইন প্রতিক্রিয়া। মোরিনহো বিখ্যাত হয়ে গিয়েছিলেন ম্যাচ চলাকালীন সাইডলাইনে তাঁর উত্তেজিত অঙ্গভঙ্গির জন্য। কন্তেও তাই। তিনি সময়-সময় মোরিনহোর চেয়েও উত্তেজিত হয়ে পড়েন। সমর্থকদের সঙ্গে সম্পর্ককেও ধরা হচ্ছে। বলা হচ্ছে, মোরিনহোর সঙ্গে চেলসি সমর্থকদের বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কন্তে সেখানে সবে শুরু করেছেন। কিন্তু চেলসি সমর্থকরা নাকি নতুন কোচ নিয়ে খুশি। অন্তত তাঁরা এটা বলে দিচ্ছেন, জোসে মোরিনহোর ভূত আর তাঁদের তাড়া করছে না!
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচের অবশ্য এ সব নিয়ে ভাবার সময় নেই। অগস্টের পর গত বুধবার প্রথম ইউনাইটেড পরপর দু’টো ম্যাচ জিতল। মোরিনহো বলে দিচ্ছেন, ইউনাইটেডের পক্ষে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে প্রথম চারে পৌঁছনো সম্ভব নয়। বলছেন, ‘‘৩১ ডিসেম্বর লিগের প্রথম হাফটা শেষ হবে। তার মধ্যে চারে যেতে পারব না। পরের পর্বে দেখা যাক।’’ বোঝা গেল, মোরিনহো নিজের বর্তমান টিম নিয়ে বেশি চিন্তিত। কিন্তু চেলসি নতুন ‘স্পেশ্যাল ওয়ান’ পেয়ে গিয়েছে জানলে ভাল লাগত কি? যতই হোক, নিজের খেতাব আর কাউকে দিতে কারই বা ইচ্ছে হয়?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy