Advertisement
২২ মে ২০২৪
শহরে চলে এলেন পন্টিংরা

মুম্বইয়ের বিরুদ্ধে হয়তো নারিন

আইপিএল নাইনের প্রথম ম্যাচ জেতার চব্বিশ ঘণ্টার মধ্যে কলকাতা নাইট রাইডার্স শিবিরে বাড়তি খুশির হাওয়া। কারণ আজ, মঙ্গলবার শহরে ঢুকে পড়ছেন সুনীল নারিন।

গুরু-শিষ্য। মুম্বইয়ের প্র্যাকটিসে ক্যাপ্টেন রোহিত ও কোচ পন্টিং। সোমবার ইডেনে।- শঙ্কর নাগ দাস

গুরু-শিষ্য। মুম্বইয়ের প্র্যাকটিসে ক্যাপ্টেন রোহিত ও কোচ পন্টিং। সোমবার ইডেনে।- শঙ্কর নাগ দাস

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০৪:২৮
Share: Save:

আইপিএল নাইনের প্রথম ম্যাচ জেতার চব্বিশ ঘণ্টার মধ্যে কলকাতা নাইট রাইডার্স শিবিরে বাড়তি খুশির হাওয়া। কারণ আজ, মঙ্গলবার শহরে ঢুকে পড়ছেন সুনীল নারিন। বুধবার মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রবল। জোড়া খুশির জেরে এ দিন বেশ খোশমেজাজে কাটাল কেকেআর। দুপুরের দিকে টিম হোটেলে একটি স্পনসরের অনুষ্ঠানে হাজির ছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, পীযুষ চাওলা, ব্র্যাড হগ এবং মর্নি মর্কেল। ছিলেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোরও। তিনি জানালেন, আইপিএলের আগে কী ভাবে জাস্টিন ল্যাঙ্গারের কোচিংয়ে প্রস্তুত হয়েছিলেন গম্ভীর। কী ভাবে নাইট অধিনায়ককে ল্যাঙ্গার হাসার পরামর্শ দিয়েছিলেন। ল্যাঙ্গার নাকি বলেছিলেন, গম্ভীর যত হাসবেন, তত রান পাবেন! গম্ভীর নিজে বললেন, গত বছর যে ভাল জায়গায় থেকেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছিল, এ বার সেটা কোনও ভাবেই হতে দেবেন না। হগকে জিজ্ঞেস করা হয়েছিল, পঁয়তাল্লিশেও কী ভাবে এনার্জিতে তরুণদের হার মানিয়ে দিচ্ছেন? অস্ট্রেলীয়র জবাব, ‘‘আরে নারিন ফিরে আসছে, টিমে নিজের জায়গাটা ধরে রাখতে এ সব তো করতেই হবে!’’ রবিবার ব্রেথওয়েট-বধের নায়ক পীযূষ চাওলা আবার তাঁর কৃতিত্বটা ভাগাভাগি করে নিলেন অধিনায়কের সঙ্গে। বললেন, ‘‘ব্রেথওয়েটের উপর চাপ রাখতে গৌতমই সিলি পয়েন্ট রেখেছিল। তাই ওই উইকেটের জন্য ক্যাপ্টেনকেও ধন্যবাদ দিতে হবে।’’ ইডেনে রবিবার সেরা ফিল্ডারের পুরস্কার পাওয়া মণীশের অভিযোগ, ‘‘ক্যাপ্টেন তো আমাকে বল দেয় না। তাই ফিল্ডে বাড়তি কিছু করার জন্য মুখিয়ে থাকি!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai Indian IPL cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE