Advertisement
২৪ মে ২০২৪
Neeraj Chopra

Neeraj Chopra: প্যারিসে নয়া বিশ্বরেকর্ড গড়াই লক্ষ্য, কলকাতায় এসে বললেন নীরজ

এ মরসুমে নতুন করে কোনও প্রতিযোগিতায় নামছেন না নীরজ। সেই কারণে এখনও প্রস্তুতি শুরু করেননি।

নীরজ চোপড়ার সঙ্গে মনোজ তিওয়ারি

নীরজ চোপড়ার সঙ্গে মনোজ তিওয়ারি ফেসবুক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৩
Share: Save:

কলকাতায় সোনার ছেলে নীরজ চোপড়া। বুধবার একটি বেসরকারি সংস্থার তরফে জ্যাভলিনে সোনাজয়ী নীরজকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে এসে নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানালেন নীরজ। প্যারিস অলিম্পিক্সে শুধু সোনা জেতা নয়, নয়া বিশ্বরেকর্ড গড়াই লক্ষ্য তাঁর।

নীরজ বলেন, ‘‘সোনা জিতেছি। ২০২৪ অলিম্পিক্সে লক্ষ্য থাকবে আরও ভাল কিছু করার। নিজের গড়া বিশ্বরেকর্ড নিজেই ভাঙার চেষ্টা করব। তবে সত্যি বলতে এবারে সোনা পাব তা ভাবিনি। ভাল ফল করাই লক্ষ্য ছিল।’’

এ মরসুমে নতুন করে কোনও প্রতিযোগিতায় নামছেন না নীরজ। সেই কারণে এখনও প্রস্তুতি শুরু করেননি। নীরজ বলেন, ‘‘এখনও প্রস্তুতি শুরু করিনি। এ বছর আর কোনও প্রতিযোগিতা নেই। তবে সামনেই কমনওয়েলথ গেমস, ডায়মন্ড লিগ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। তার জন্য প্রস্তুতি শুরু করতে হবে।’’

ছোটবেলার কথা বলতে গিয়ে সোনার ছেলে নীরজ বলেন, ‘‘অনেকেই একটা সময়ের পর লেখাপড়ার চাপে খেলাধুলো ছেড়ে দেয়। আমি কিন্তু তার উল্টোটাই করেছিলাম। খেলার জন্য লেখাপড়া বন্ধ করেছিলাম।’’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ও দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত দুর্গাপুজোয় নীরজকে ফের কলকাতায় আসার অনুরোধ জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neeraj Chopra Tokyo Olympics 2020 olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE