Advertisement
০১ মে ২০২৪

ডাচদের কাছে হারল ভারত

মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দল হারল ৩-১। মজার ব্যাপার হল এ দিন দু’দল মিলিয়ে ম্যাচের চারটি গোলই হল প্রথম দুই কোয়ার্টারে। পরের দুই কোয়ার্টারে কোনও দলই গোলের মুখ খুলেত পারেনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ০৪:১৫
Share: Save:

পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে জয়ের আনন্দ মিলাতে না মিলাতেই হকি ওয়ার্ল্ড লিগ সেমিফাইনালে হারের ধাক্কা ভারতীয় শিবিরে।

মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দল হারল ৩-১। মজার ব্যাপার হল এ দিন দু’দল মিলিয়ে ম্যাচের চারটি গোলই হল প্রথম দুই কোয়ার্টারে। পরের দুই কোয়ার্টারে কোনও দলই গোলের মুখ খুলেত পারেনি। ম্যাচের শুরুতেই নেদারল্যান্ডসে এগিয়ে দেন থিয়েরি ব্রিঙ্কম্যান, এর দশ মিনিট পরেই ফের ভারতীয় রক্ষণের দুর্বলতার সুযোগে গোল করে যান সা্ডার বার্ট, ২৪ মিনিটে ৩-০ করে মার্কো প্রুইজসার। এর পরেই আকাশদীপ সিংহ দুর্দান্ত ফিল্ড গোল করে মাঠে হাজির ভারতীয় সমর্থকদের মধ্যে পাল্টা লড়াইয়ের প্রত্যাশা জাগিয়েছিলেন। কিন্তু শেষ দিকে রমনদীপ সিং ও মনদীপ সিংহ সুযোগ পেয়েও ফিনিশিং-এর ব্যর্থতায় গোলের দরজা খুলতে পারেনি রোল্যান্ট অল্টমান্সের টিম। শেষের দশ মিনিটে ভারতীয় ফরোয়ার্ড লাইনের সঙ্গে লড়াইটা ছিল চাড গোলকিপার স্যাম ফন দের ফেন-এর। সেই লড়াইতে জিতে শেষ পর্যন্ত হাসি মুখেই মাঠে ছাড়েন নেদারল্যান্ডস গোলকিপার।

তবে এ দিন ডাচদের কাছে হারলেও টুর্নামেন্টে ভারতের অবস্থানের কোনও পরিবর্তন হল না। কারণ ইতিমধ্যেই টানা তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। গ্রুপে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল নেদারল্যান্ডস। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত। কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। অন্য কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস খেলবে চিনের বিরুদ্ধে।

ম্যাচ হেরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রকাশ্যে কিছু বলেনি। টিম সূত্রে খবর, গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন সর্দার সিংহকে নিয়ে দশ ঘণ্টা যাতায়াত করে পুলিশ হাজিরা দিতে যাওয়া এবং তার প্রভাব দলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE