Advertisement
১৫ জুন ২০২৪

ওয়্যাগনারের বাউন্সারে হাত ভেঙে হাসপাতালে

ওয়্যাগনার যে জীবনের দুরন্ত ফর্মে রয়েছেন  তা দ্বিতীয় টেস্টেও প্রমাণ করে দিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টেস্টে ইতিমধ্যেই ১৪টি উইকেটের মালিক তিনি।

বিধ্বংসাী: ওয়েস্ট ইন্ডিজকে শেষ করলেন ওয়্যাগনার। ছবি: এএফপি।

বিধ্বংসাী: ওয়েস্ট ইন্ডিজকে শেষ করলেন ওয়্যাগনার। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ০৪:০১
Share: Save:

নিল ওয়্যাগনারের বিধ্বংসী বোলিংয়ের সামনে দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ডের সামনে কুপকাত ওয়েস্ট ইন্ডিজ। তাঁর চোরা পেসের বাউন্সার সামলাতে গিয়ে মঙ্গলবারই হাত ভেঙে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান সুনীল অ্যামব্রিসের। তারই সঙ্গে দ্বিতীয় ইনিংসেও তিনটি উইকেট প্রাপ্তি ওয়্যাগনারের।

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ৪৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। যা ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও নিল ওয়্যাগনারের দাপটে ২০৩ রানেই শেষ হয়ে যায়। ওয়্যাগনার ছাড়া বোল্ট ও সাউদি পেয়েছেন দু’টি করে উইকেট। বাকি দু’টি পেয়েছেন বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার।

ওয়্যাগনার যে জীবনের দুরন্ত ফর্মে রয়েছেন তা দ্বিতীয় টেস্টেও প্রমাণ করে দিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টেস্টে ইতিমধ্যেই ১৪টি উইকেটের মালিক তিনি। অন্য দিকে জীবনের কঠিনতম সময় যাচ্ছে আহত সুনীলের। পরপর দু’টি টেস্টে হিট উইকেট হওয়ার রেকর্ড গড়ার পরেই আবার হাত ভেঙে বসলেন। হ্যামিল্টিনের সেডন পার্কে ব্যক্তিগত পাঁচ রানেই তাঁকে আহত হয়ে প্যাভিলিয়নে ফিরে জেতে হয়।

ওয়্যাগনারের বিধ্বংসী বাউন্সারে সুনীলের পাশাপাশি আহত হন ওয়েস্ট ইন্ডিজের আরও এক ব্যাটসম্যান— শাই হোপ। তাঁর চোটটি অবশ্য গুরুতর নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE