Advertisement
০১ জুন ২০২৪
Neymar jr

Neymar-Messi: রবি রাতে ব্রাজিল বনাম আর্জেন্টিনা, কিন্তু মেসি বনাম নেমার কি?

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ব্রিটিশ সরকার লাতিন আমেরিকার একাধিক দেশকে লাল তালিকাভুক্ত করেছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ০৭:৫৪
Share: Save:

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মহারণের আগে ব্রাজিল ও আর্জেন্টিনা, দুই শিবিরেই উদ্বেগ বাড়ছে! এক দিকে চোটের কারণে লিয়োনেল মেসির খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্য দিকে আর্জেন্টিনার বিরুদ্ধেও নয় ফুটবলারকে বাদ দিয়েই দল গড়তে হবে ব্রাজিল কোচ তিতে-কে।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ব্রিটিশ সরকার লাতিন আমেরিকার একাধিক দেশকে লাল তালিকাভুক্ত করেছে। এর ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলি ফুটবলারদের ছাড়েনি। চিলির বিরুদ্ধে আগের ম্যাচে তাই প্রথম একাদশের পাঁচ ফুটবলারকে বাদ দিয়েই দল সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। এ বারও একই পরিস্থিতি। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশের কোচ বলেছেন, “পাঁচ ফুটবলার না থাকায় আগের ম্যাচেই সমন্বয়ের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। তাই একাধিক সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে পারিনি।” তিনি আরও বলেছেন, “এই মুহূর্তে দলে যারা রয়েছে, তারা এর আগে কখনও একসঙ্গে খেলেনি। এই কারণেই বোঝাপড়ার অভাব ছিল। প্রথম একাদশ গড়াটাই এখন আমার কাছে সব চেয়ে কঠিন পরীক্ষা।”

চিলি ম্যাচের পরে গণমাধ্যমে নেমার লিখেছিলেন, “আমরা কি ভাল খেলেছি? একেবারেই নয়! আমরা কি জিতেছি? হ্যাঁ!” চিলির বিরুদ্ধে নেমারের খেলাতেও খুশি নন ফুটবলপ্রেমীরা। গণমাধ্যমে অনেকেই তাঁর শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ ব্রাজিল তারকার ওজন বেড়ে গিয়েছে বলেও অভিযোগ করেছেন। গণমাধ্যমে নেমার জবাবে লিখেছেন, “আমি সম্পূর্ণ সুস্থ। আগের ম্যাচে আমার জার্সিটা বড় (এল) ছিল। পরের ম্যাচে “এম” সাইজের জার্সি আমাকে দিতে বলব।”

আর্জেন্টিনা শিবিরে চিন্তা বাড়ছে লিয়োনেল মেসিকে নিয়ে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আগের ম্যাচে তাঁকে ফাউল করেই লাল কার্ড দেখেছিলেন ভেনেজ়ুয়েলার আদ্রিয়ান মার্তিনেস। ফলে রবিবার মেসি বনাম নেমার দ্বৈরথ শেষ পর্যন্ত দেখা যাবে কি না, তা নিয়েই সংশয় বাড়ছে।

ব্রাজিলের ফুটবলার ও সমর্থকদের কাছে এই ম্যাচের তাৎপর্যই আলাদা। দু’মাস আগে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের যন্ত্রণা এখনও ভুলতে পারেননি তাঁরা। চিলির বিরুদ্ধে জয়ের পরেই এভার্টন রিবেইরো হুঙ্কার দেন, “টানা সাতটি ম্যাচে আমাদের এই জয় ঐতিহাসিক। এ বার আট নম্বর ম্যাচটা জিতে মাঠ ছাড়াই মূল লক্ষ্য।”

আর্জেন্টিনা কি পারবে রবিবার ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা ফাইনালের পুনরাবৃত্তি ঘটাতে? না কি নেমাররা চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে হাসি ফেরাবেন ভক্তদের মুখে? আর্জেন্টিনার কোচ যদিও অতীত নিয়ে একেবারেই ভাবতে চান না। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের আগে সতর্ক স্কালোনি বলেছেন, “অতীত নিয়ে আমার কোনও আগ্রহ নেই। ভাবতেও চাই না। কারণ, ব্রাজিলের বিরুদ্ধে খেলা সব সময়ই কঠিন।”

বিশ্বকাপ যোগ্যতা পর্ব: ব্রাজিল বনাম আর্জেন্টিনা (রাত, ১২.৩০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Neymar jr Lionel Messi FIFA World Cup Qualifier
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE