Advertisement
১৮ মে ২০২৪
Neymar handover his captains band

দেশকে সোনা দিয়ে অধিনায়কত্ব ছাড়লেন নেইমার

নেইমারের হাত ধরেই ব্রাজিলের ঘরে এল অলিম্পিক্স সোনা। দেশকে সোনা দিয়েই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নেইমার। তাঁর পেনাল্টি শট থেকেই জয়ের উচ্ছ্বাসে ভাসল রিও থেকে গোটা ব্রাজিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ২০:৪৬
Share: Save:

নেইমারের হাত ধরেই ব্রাজিলের ঘরে এল অলিম্পিক্স সোনা। দেশকে সোনা দিয়েই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নেইমার। তাঁর পেনাল্টি শট থেকেই জয়ের উচ্ছ্বাসে ভাসল রিও থেকে গোটা ব্রাজিল। আর ম্যাচ শেষে তিনি নিজে মুখেই জানিয়ে দিলেন, ‘‘আজ আমি চ্যাম্পিয়ন হলাম আর তার সঙ্গেই অধিনায়কের ব্যান্ড খুলে রাখলাম।’’ পেনাল্টি শুট আউটে জার্মানিকে হারিয়ে অলিম্পিক্স চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। এই প্রখম। সঙ্গে বিশ্বকাপে সাত গোল হজমের বদলা। সব মিলে অনেক আলোচনা-সমালোচনার মুখোমুখি হতে হয়েছে পুরো ব্রাজিল দলকে। সব থেকে বেশি হয়তো আক্রমণ সহ্য করতে হয়েছে নেইমারকেই। সেই নেইমারের অধিনায়কত্বেই বাজিমাত ব্রাজিলের। জিতে নেইমার বলেন, ‘‘আমি অনেক সম্মান অনেক ভালবাসা পেয়েছি। দেশের অধিনায়কত্ব করাটা গর্বের। কিন্তু আজ থেকে আমি আর অধিনায়ক নই।’’

২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন নুতন ম্যানেজার তিতে। কোপা আমেরিকার ব্যর্থতার পরই বিদায় নিতে হয়েছে দুঙ্গাকে। নেইমার অবশ্য জানিয়ে দিলেন, তাঁর অধিনায়কত্ব ছাড়ার কথা তিনি তিতেকে জানিয়ে দিয়েছেন। কারণ নেইমার চান স্বয়ং কোচই সিদ্ধান্ত নিকে দলের অধিনায়ক কে হবেন। দুঙ্গার আমলে ব্রাজিলের অধিনায়কত্ব পেয়েছিলেন নেইমার।

আরও খবর

বদলার ম্যাচে জার্মানিকে হারিয়ে দেশকে সোনা এনে দিল নেইমারের ব্রাজিল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rio Olympics Brazil vs Germany Neymar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE