Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Nikhat Zareen

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃতীয় সোনা, মেরি কমের কৃতিত্ব ছুঁলেন নিখাত জ়ারিন

নীতু ঘাঙ্ঘাস, সুইটি বোরার পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নিখাত জ়ারিন। ভারতের চার বক্সার ফাইনালে উঠেছিলেন। তাঁদের মধ্যে তিন জনেই সোনা জিতে নিলেন। বাকি রইলেন লভলিনা।

Nikhat Zarin

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোনা জয় নিখাত জ়ারিনের। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৮:৩৭
Share: Save:

আরও এক বার মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতলেন নিখাত জ়ারিন। পর পর দু’বার ৫০ কিলো বিভাগে সোনা জিতলেন তিনি। মেরি কমের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা, যিনি একাধিক বার বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতলেন। শনিবার নীতু ঘাঙ্ঘাস, সুইটি বোরা সোনা এনে দিয়েছিলেন ভারতকে। রবিবার তৃতীয় সোনা দিলেন এনে জ়ারিন।

ফাইনালে ভিয়েতনামের গুয়েন থি তামকে ৫-০ ব্যবধানে হারান জ়ারিন। প্রথম থেকেই বিপক্ষকে চাপে রেখেছিলেন তিনি। থি তাম কিছুটা লড়াই করার চেষ্টা করলেও লাভ হয়নি। জ়ারিনের দ্বিতীয় বার সোনা জেতার পথে বাধা হয়ে উঠতে পারেননি তিনি।

জ়ারিনের জন্ম তেলেঙ্গনার নিজ়ামাবাদে। এমন একটি জায়গায় থাকতেন তিনি, যেখানে মেয়েদের ছোট জামাকাপড় পরাকে ভাল চোখে দেখা হত না। কিন্তু বক্সিং লড়তে গেলে শর্টস তো পরতে হবেই। ফলে জ়ারিন যখন বক্সিং শুরু করেছিলেন, তখন নাক সিঁটকেছিলেন অনেকেই। কিন্তু গত বছর বিশ্বসেরা হয়ে সবার মুখ বন্ধ করে তিনি। দ্বিতীয় বার সোনা জিতে তিনি প্রমাণ করে দিয়েছেন, সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতাকে পার করেও বিশ্বমঞ্চে সফল হওয়া যায়।

জ়ারিনের বাবা নিজে খেলোয়াড় ছিলেন। সেই কারণে চেয়েছিলেন তাঁর চার মেয়েই কোনও না কোনও খেলাকে বেছে নিক। কিন্তু প্রথম দুই মেয়ে ডাক্তারির দিকে মন দিয়েছিল। জ়ারিন প্রথমে বেছে নিয়েছিলেন অ্যাথলেটিক্স। স্প্রিন্টে রাজ্য চ্যাম্পিয়নও হয়েছেন। তবে কাকার পরামর্শে বক্সিংয়ে আসেন। কাকা সামসামুদ্দিনের দুই ছেলেই ছিলেন বক্সার। ফলে অনুপ্রাণিত হওয়ার জন্য পরিবারের বাইরে অন্য কাউকে দেখার দরকার কোনও দিন পড়েনি। ১৪ বছরেই যুব বিশ্ব বক্সিংয়ে জেতেন তিনি। গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন জ়ারিন।

শনিবার লাইট ফ্লাইওয়েট বিভাগের ফাইনালে মঙ্গোলিয়ার প্রতিযোগী লুৎসাইখান আলতানসেতসেগকে ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন নীতু। ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন সুইটি বোরা। লাইট হেভিওয়েট (৮১ কেজি) বিভাগে তিনি হারান চিনের ওয়াং লিনাকে। ভারতের সপ্তম বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতন সুইটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nikhat Zareen boxing World Boxing Championship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE