Advertisement
১১ জুন ২০২৪
Nishikori beat Murray

অ্যান্ডি মারেকে ইউএস ওপেন থেকে ছিটকে দিয়ে চমক নিশিকোরির

ইউএস ওপেনে আবার চমক। নিশিকোরির কাছে হেরে ছিটকে গেলেন অ্যান্ডি মারে। জাপানি তারকারা কাছে ১-৬, ৬-৪, ৪-৬, ৬-১, ৭-৫ সেটে হারলেন বিশ্বের এই টেনিস তারকা। চার ঘণ্টার লড়াইয়ের প্রথম সেটে মুখ থুবড়ে পড়েছিলেন নিশিকোরি। ফল ১-৬।

অ্যান্ডি মারেকে হারানোর পর নিশিকোরি। ছবি: এএফপি।

অ্যান্ডি মারেকে হারানোর পর নিশিকোরি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৩
Share: Save:

ইউএস ওপেনে আবার চমক। নিশিকোরির কাছে হেরে ছিটকে গেলেন অ্যান্ডি মারে। জাপানি তারকারা কাছে ১-৬, ৬-৪, ৪-৬, ৬-১, ৭-৫ সেটে হারলেন বিশ্বের এই টেনিস তারকা। চার ঘণ্টার লড়াইয়ের প্রথম সেটে মুখ থুবড়ে পড়েছিলেন নিশিকোরি। ফল ১-৬। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু। দ্বিতীয় সেটে জিতে দারুণভাবে ম্যাচে ফিরলেন তিনি। ফল ৬-৪। কিন্তু তৃতীয় সেটে সেই জয় ধরে রাখতে পারলেন না। ঘুরে দাঁড়ালেন অ্যান্ডি মারে। মারের পক্ষে ফল ৬-৪।

নিশিকোরির কাছে হেরে ইউএস ওপেন থেকে ছিটকে যাওয়ার পর হতাশ অ্যান্ড মারে। ছবি: এএফপি।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে তখন কে শেষ হাসি হাসবেন বোঝার কোনও উপায় ছিল না। কখনও এগিয়ে নিশিকোরি তো কখনও মারে। চতুর্থ সেটে আবার ঘুরে দাঁড়ান নিশিকোরি। ফল ৬-১। ম্যাচ গড়ায় পঞ্চম সেট পর্যন্ত। সেই সেট যে কেউ জিতে নিতে পারত। কিন্তু শেষ হাসি হাসলেন নিশিকোরিই। পঞ্চম সেটের ফল ৭-৫।

এই নিয়ে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে পৌঁছলেন জাপানি তারকা। এর আগে ২০১৪তে সেমিফাইনালে পৌঁছেছিলেন তিনি। আবার পৌঁছলেন। এ বার চমকে দিলেন উইম্বলডন, অলিম্পিক্স, ইউএস ওপেন চ্যাম্পিয়নকে। নিশিকোরি বলেন, ‘‘ওর রিটার্ন খুব ভাল। পুরো ম্যাচে অনেক ওঠা-পড়া হয়েছে। আমি ভাল শুরু করতে পারিনি।’’ এ বার অলিম্পিক্স সেমিফাইনালে অ্যান্ডি মারের কাছে হারতে হয়েছিল নিশিকোরিকে।

আরও খবর

নাদাল-যুদ্ধের আগেই ভারত অধিনায়ক বনাম ফেডারেশন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kei Nishikori Andy Murray US Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE