Advertisement
১৯ মে ২০২৪

পঠানকোট: ধর্মশালার পিচ খোঁড়ার হুমকি হিমাচলের গোর্খা সম্প্রদায়ের

পঠানকোটে জঙ্গি হামলার ঘটনার জেরে মঙ্গলবার ধর্মশালার পিচ খুঁডে ফেলার হুমকি দিল হিমাচল প্রদেশের গোর্খা সম্প্রদায়। সে ক্ষেত্রে ধর্মশালার ম্যাচটিকে কলকাতা বা ভুবনেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ২০:০৯
Share: Save:

পঠানকোটে জঙ্গি হামলার ঘটনার জেরে মঙ্গলবার ধর্মশালার পিচ খুঁডে ফেলার হুমকি দিল হিমাচল প্রদেশের গোর্খা সম্প্রদায়।

রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে তাঁদের বক্তব্য, ‘‘পঠানকোটে হামলার ঘটনায় হিমাচলের অনেক সেনাই প্রাণ হারিয়েছেন। এর পরেও ধর্মশালায় ম্যাচ চলার সময় পাকিস্তানের সমর্থকদের জয়ধ্বনি দিতে দেখা গিয়েছে। পঠানকোটের হামলায় যাঁরা শহিদ হয়েছেন, ওই ঘটনাটাকে আমরা তাঁদের অবমাননা হিসেবেই দেখছি। এটা আমরা কিছুতেই সহ্য করব না। ওই ঘটনার পুনরাবৃত্তি চাই না বলেই ধর্মশালায় ম্যাচ আমরা কিছুতেই হতে দেব না। তার জন্য আমরা মার্চের চার তারিখে হিমাচল বিধানসভা ঘেরাও করব। ওই ম্যাচটি ধর্মশালা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আমরা মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে চিঠি দিয়েছি।’’ সূত্রের খবর, সে ক্ষেত্রে ধর্মশালার ম্যাচটিকে কলকাতা বা ভুবনেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

আরও পড়ুন- ধর্মশালায় ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা

গোর্খা কল্যাণ বোর্ডের নির্দেশক অরুণ বিষ্ঠের কথায় ‘‘আমরা ৮-৯ মার্চ পর্যন্ত অপেক্ষা করব। তাতে কাজ না হলে, আগামী ১২ মার্চ আমরা বড় বিক্ষোভ মিছিল বের করব ধর্মশালায়। তার পরেও যদি দেখা যায়, ধর্মশালা থেকে ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, তখন মার্চের ১২ থেকে ১৯ তারিখের মধ্যে যে কোনও দিন আমরা ধর্মশালার উইকেট খুঁডে ফেলব। সেটা মোটেই শোভনীয় হবে না জানি, কিন্তু আমরা নিরুপায়। কারণ, আমাদের শহিদ ভাইদের অপমান আমরা কিছুতেই সহ্য করতে পারব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE