গত বছরের মত মুম্বই বধ করে এটিকে ফুটবলারদের এই সেলিব্রেশন দেখার অপেক্ষায় কলকাতা। ছবি: আইএসএল সৌজন্যে
রবিবার রাতে মুম্বই ফুটবল এরিনায় মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে নামছে এটিকে। মরসুমে প্রথম জয়ের সন্ধানে।
চতুর্থ হিরো ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) এখনও পর্যন্ত চারটি ম্যাচে এক বারও তিন পয়েন্ট তুলে আনতে পারেনি টেডি শেরিংহ্যামের দল। দুটি ম্যাচ ড্র করেছে, হেরেছে বাকি দু’টিতে। ফলে, দশ দলের তালিকায় তাদের অবস্থান এখন সবার শেষে, দশম স্থানে।
অন্য দিকে, মুম্বই সিটি এফসি প্রথম তিনটি ম্যাচের মধ্যে দু’টিতে হারলেও শেষ দু’টি ম্যাচ থেকে চার পয়েন্ট তুলে নিয়েছে।
চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে শেষ ম্যাচে হেরে মুম্বইয়ে এসেছে এটিকে। তবে, এটিকের কাছে স্বস্তির খবর, রবি কিনকে মুম্বই ম্যাচের শুরু থেকেই পাবে এটিকে-র টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: ২২তম সেঞ্চুরিতে সচিনকে টপকে গেলেন স্টিভ
আরও পড়ুন: ডিআরএস কি তবে আইপিএল-এও?
এটিকে কোচ শেরিংহ্যাম স্বীকার করেছেন, খানিকটা হলেও, চাপ রয়েছে তাঁর ওপর। যেহেতু তাঁরাই গত বারের চ্যাম্পিয়ন। তবে, দলের কর্তাদের সমর্থন তাঁর সঙ্গেই রয়েছে বলে জানিয়েছেন শেরিংহ্যাম।
এটিকে যদি মুম্বইকে হারাতে পারে, তা হলে তিন পয়েন্ট নিয়ে আট নম্বর স্থানে উঠে আসতে পারে তারা। তবে, মুম্বই তৈরি নিজেদের মাঠে এটিকের কাজটা আরও কঠিন করে তুলতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy