Advertisement
০১ নভেম্বর ২০২৪

ডুপ্লেসিরা পিচ বিকৃত করেছে, গুরুতর অভিযোগ জেনিংসের

দক্ষিণ আফ্রিকার টিম নির্বাচন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন জেনিংস। বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার দল বাছাই একেবারেই ঠিক হয়নি।

বিতর্ক: পছন্দের পিচ বানানো নিয়ে কাঠগড়ায় ডুপ্লেসিরা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনলেন প্রাক্তন কোচ।

বিতর্ক: পছন্দের পিচ বানানো নিয়ে কাঠগড়ায় ডুপ্লেসিরা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনলেন প্রাক্তন কোচ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২০
Share: Save:

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে আবার নতুন করে বিতর্ক দেখা দিল। এ বার বিতর্কের কেন্দ্রে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কোচ রে জেনিংস। যাঁর একটা বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ক্রিকেট মহলে। ফ্যাফ ডুপ্লেসির দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন জেনিংস। তিনি বলেছেন, টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা পিচ বিকৃত করতে চেয়েছিল।

সোমবার জেনিংস বলেছেন, ‘‘টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা পিচ বিকৃত করার চেষ্টা করেছিল। আর সেটা করতে গিয়ে ওরা প্রায় সিরিজ হেরে যেতে বসেছিল।’’ জেনিংস পরিষ্কার বলে দিচ্ছেন, ভারতের বিরুদ্ধে এই স্ট্র্যাটেজি প্রায় ব্যুমেরাং হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। ‘‘আসলে ভারতের হাতে এখন যা পেস আক্রমণ আছে, তাতে ওই ধরনের পিচ করে কোনও লাভ নেই। তা ছাড়া এই ধরনের পিচে স্পিনাররাও কিন্তু সাহায্য পেয়ে যায়।’’

দক্ষিণ আফ্রিকা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন কোচ আরও বলে দিচ্ছেন, ‘‘দশ বছর আগে হলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। তখন ভারতের হাতে এত ভাল ফাস্ট বোলার ছিল না। এখন ভারতের হাতে প্রচুর ভাল ফাস্ট বোলার আছে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে ওরা ফাস্ট বোলার তুলে আনছে। ভারতের এই সব বোলার এখন কমপক্ষে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতিতে বল করছে। বছর দশেক আগে ভারতের ফাস্ট বোলারদের মধ্যে যে দ্রুততম ছিল, তার গতিই হয়তো ছিল ১৩৫ কিলোমিটার। এখন ছবিটা বদলে গিয়েছে।’’

আরও পড়ুন: বিরাট হারার কথা ভাবেই না, বলে দিচ্ছেন অশ্বিন

দক্ষিণ আফ্রিকার টিম নির্বাচন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন জেনিংস। বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার দল বাছাই একেবারেই ঠিক হয়নি। ওরা পিচ প্রাণবন্ত করল ঠিকই, কিন্তু ভুলে গেল এই সব পিচে স্পিনাররাও সাহায্য পায়। তা ছাড়া ওয়ান ডে দল বাছাইয়ের সময় ওরা বলল, বিশ্বকাপের কথা মাথায় রেখে দল বানাচ্ছে। কিন্তু তরুণ ক্রিকেটারেরা ব্যর্থ হলেই ছুড়ে ফেলে দিচ্ছে। তা হলে বিশ্বকাপে কারা খেলবে?’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE