Advertisement
১৬ জুন ২০২৪
Tokyo Olympics 2020

Tokyo Olympics: নীরজদের জন্য নিজের হাতে পোলাও রাঁধছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

সিসওয়ানে নিজের বাগানবাড়িতেই পদকজয়ীদের আমন্ত্রণ জানিয়েছেন অমরিন্দর।

নীরজদের জন্য নিজেই রান্না করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

নীরজদের জন্য নিজেই রান্না করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৯
Share: Save:

রাঁধুনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী। টোকিয়ো অলিম্পিক্সে পঞ্জাবের পদকজয়ী অলিম্পিয়ানদের সঙ্গে আমন্ত্রিত নীরজ চোপড়াও। পোলাও, ভেড়ার মাংস, মুরগির মাংস, জর্দা রাইস রাঁধবেন স্বয়ং অমরিন্দর সিংহ। বুধবার রাতে নীরজদের জন্য নিজেই রান্না করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

সিসওয়ানে নিজের বাগানবাড়িতেই পদকজয়ীদের আমন্ত্রণ জানিয়েছেন অমরিন্দর। মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা টুইট করে লেখেন, “পোলাও, ভেড়ার মাংস, মুরগির মাংস, জর্দা রাইস রাঁধবেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। তিনি কথা দিয়েছিলেন পঞ্জাবের অলিম্পিক্স পদকজয়ী এবং নীরজকে নিজের হাতে রেঁধে খাওয়াবেন।”

১২ অগস্ট অলিম্পিক্সে পদকজয়ীদের সম্মানিত করেন অমরিন্দর। সেই সময় তাঁদের নিজের হাতে রেঁধে খাওয়াবেন বলেছিলেন তিনি। অমরিন্দর বলেন, “আমি নিজে খুব একটা খেতে ভালবাসি না, তবে রান্না করতে খুব ভাল লাগে। তোমাদের সবার জন্য আমি রান্না করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tokyo Olympics 2020 Neeraj Chopra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE