Advertisement
১২ জুন ২০২৪

আল্ট্রাদের দোষারোপ নিয়ে পুতিনের ঠাট্টা

এ বারের ইউরোর শুরু থেকেই ইংল্যান্ড সমর্থক বনাম রাশিয়ান সমর্থকদের যে রক্তারক্তি চলছে, তা এ দিন উস্কে দিলেন ভ্লাদিমির পুতিন। তিনি রুশ সমর্থকদের পাশে দাঁড়িয়ে ইংরেজ ‘গুণ্ডাদের’ কটাক্ষ করেছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ০৯:২৪
Share: Save:

এ বারের ইউরোর শুরু থেকেই ইংল্যান্ড সমর্থক বনাম রাশিয়ান সমর্থকদের যে রক্তারক্তি চলছে, তা এ দিন উস্কে দিলেন ভ্লাদিমির পুতিন। তিনি রুশ সমর্থকদের পাশে দাঁড়িয়ে ইংরেজ ‘গুণ্ডাদের’ কটাক্ষ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলে দিয়েছেন, তাঁদের দেশের মাত্র দুশো ফুটবল সমর্থক কী ভাবে ‘হাজার হাজার’ ইংরেজ ফুটবল ভক্তদের মারধর করল?গত শনিবার মার্সেইয়ে ইংল্যান্ড-রাশিয়া ম্যাচ ঘিরে তীব্র ঝামেলা হয় দু’দেশের সমর্থকদের মধ্যে। ফরাসি পুলিশকে যা থামাতে কাঁদানে গ্যাসও ব্যবহার করতে হয়। গোটা ব্যাপারটা নিয়ে এত দিন কিছু বলেননি রাশিয়ার প্রেসিডেন্ট। তবে সেন্ট পিটার্সবার্গে এ দিন এক বাণিজ্যিক অনুষ্ঠানে পুতিন বলেন, ‘‘রাশিয়া-ইংল্যান্ড সমর্থকদের ঝামেলাটা লজ্জাজনক। তবে দুশোজন রুশ সমর্থক কী ভাবে হাজার হাজার ইংরেজদের মারধর করল, জানি না।’’ যে মন্তব্য শুনে দর্শকরা হাসিতে ফেটে পড়েন।

শুক্রবারের অন্য ম্যাচে নাটকীয় ভাবে ২-২ ড্র করল চেক প্রজাতন্ত্র এবং ক্রোয়েশিয়া। ৭৬ মিনিট পর্যন্ত ২-০ এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। গোল দিয়েছিলেন পেরিসিচ এবং রাকিটিচ। ৭৬ মিনিটে স্কোডা ২-১ করার পরে হঠাৎ করে মাঠে ফ্লেয়ার ছুড়তে শুরু করেন ক্রোয়েশিয়ান সমর্থকরা। যার জন্য কিছুক্ষণ ম্যাচ বন্ধ রাখতে হয়। তার পর স্টপেজ টাইমে পেনাল্টি থেকে গোল করে ২-২ করে দেন নেসিদ পেন। দুটো চেক গোলই আসে দুই পরিবর্তের পা থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Putin Euro 2016 Russia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE