Advertisement
১৯ মে ২০২৪

সিনিয়র দলের দায়িত্বে আপত্তি নেই দ্রাবিড়ের

তিনি নাকি বিরাট কোহলি বা মহেন্দ্র সিংহ ধোনির দলের দায়িত্ব নিতে আগ্রহী নন! এমন গুজব নস্যাৎ করে দিয়ে রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, এই ধারণাটা সম্পুর্ণ ভুল। বর্তমানে তাঁকে ভারতের অনূর্ধ্ব ১৯ ও ‘এ’ দলের কোচের দায়িত্ব দেওয়া হলেও ভবিষ্যতে তিনি সিনিয়র দলের দায়িত্ব নেবেন না, এমন কথা কিন্তু একবারও বলেননি বলে দাবি প্রাক্তন ভারত অধিনায়কের।

বেঙ্গালুরুর স্কুলে এক অনুষ্ঠানে কোচ দ্রাবিড়। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

বেঙ্গালুরুর স্কুলে এক অনুষ্ঠানে কোচ দ্রাবিড়। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৪:০৭
Share: Save:

তিনি নাকি বিরাট কোহলি বা মহেন্দ্র সিংহ ধোনির দলের দায়িত্ব নিতে আগ্রহী নন!
এমন গুজব নস্যাৎ করে দিয়ে রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, এই ধারণাটা সম্পুর্ণ ভুল। বর্তমানে তাঁকে ভারতের অনূর্ধ্ব ১৯ ও ‘এ’ দলের কোচের দায়িত্ব দেওয়া হলেও ভবিষ্যতে তিনি সিনিয়র দলের দায়িত্ব নেবেন না, এমন কথা কিন্তু একবারও বলেননি বলে দাবি প্রাক্তন ভারত অধিনায়কের।
ভারতীয় বোর্ড দ্রাবিড়কে অনূর্ধ্ব ১৯ এবং ‘এ’ দলের দায়িত্ব দেওয়ার পর থেকেই ক্রিকেটমহলে শোনা যাচ্ছিল, এ ভাবেই হয়তো দ্রাবিড়কে ভবিষ্যতের কোচ হিসেবে তৈরি করা হচ্ছে। এ দিন দ্রাবিড়ের বক্তব্যের পর সেই ধারণা আরও জোরদার হচ্ছে। কোচিং জীবন শুরু করা নিয়ে বলতে গিয়ে দ্রাবিড় এক টিভি চ্যানেলে বলেন, ‘‘আমি জানি না কোথা থেকে খবরটা ছড়াল যে আমি সিনিয়র দলের দায়িত্ব নিতে চাই না। আমি যা বলতে চেয়েছি, তা হল, আমি এখন শুধু ভারত ‘এ’-দলে মন দিতে চাই।’’

দ্রাবিড়ের এই মন্তব্যের পরে আবার দেশের ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে, রবি শাস্ত্রীর মেয়াদ আপাতত বাড়িয়ে পরে কি দ্রাবিড়কেই সিনিয়র দলের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা আছে বোর্ডের? বোর্ড সচিব অনুরাগ ঠাকুরকে এই প্রশ্ন করা হলে তিনি এই সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে বলেছেন, ‘‘ভবিষ্যতে কী হবে তা এখন থেকেই বলা সম্ভব নয়।’’

সিনিয়র দলের কোচের দায়িত্ব এখনই না নিলেও দ্রাবিড় যে সিনিয়র দলের উপর নজর রাখবেন, তা তাঁর কথাতেই স্পষ্ট। ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির নতুন ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘‘আগামী আড়াই বছর ভারতীয় দল ঘরের মাঠে প্রচুর ম্যাচ খেলবে। তাই বিরাট কোহলি ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার অনেকটা সময় পেয়ে যাবে। এই সময়টা ওকে দিতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE