Advertisement
১৮ মে ২০২৪

হেড কোচ হতে রবি শাস্ত্রীর শর্ত বিসিসিআইকে

তিনি জাতীয় দলের হেড কোচের পদের জন্য আবেদন জানিয়েছেন। তিনি প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। গত ১৮ মাস তাঁর হাতেই ছিল ভারতীয় দলের ব্যাটন। টি২০ বিশ্বকাপের পরই শেষ হয় শাস্ত্রীর চুক্তি। সম্প্রতি কোচ চেয়ে নিজেদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দেয় বিসিসিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ১৬:৩১
Share: Save:

তিনি জাতীয় দলের হেড কোচের পদের জন্য আবেদন জানিয়েছেন। তিনি প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। গত ১৮ মাস তাঁর হাতেই ছিল ভারতীয় দলের ব্যাটন। টি২০ বিশ্বকাপের পরই শেষ হয় শাস্ত্রীর চুক্তি। সম্প্রতি কোচ চেয়ে নিজেদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দেয় বিসিসিআই। তার পরই হেড কোচের পদের জন্য আবেদন জানান তিনি। বিসিসিআই-এর ৯টি শর্তের সব ক’টিই রয়েছে শাস্ত্রীর কাছে। সে ব্যাপারে নিশ্চিত তিনি নিজে। সঙ্গে রয়েছে জাতীয় দলের অভিজ্ঞতাও। তাই ভারতীয় দলের দায়িত্ব ফিরে আসার সম্ভবনা অনেকটাই বেশি। কিন্তু তাঁর আবেদনেও রয়েছে একটি শর্ত। তাঁকে কোচের দায়িত্ব দিলে বিসিসিআইকে মেনে নিতে হবে সেই শর্ত। কী সেই শর্ত?

গত ১৮ মাস তাঁর ভারতীয় দলের দায়িত্বে থাকার সময় যে সব সাপোর্ট স্টাফরা তাঁর সঙ্গে ছিলেন তাঁদেরই আবার জাতীয় দলে চান তিনি। রবি শাস্ত্রী তাঁর আবেদনের সঙ্গে সেই ছ’জনের নামের তালিকাও পাঠিয়েছেন। সেই তালিকায় রয়েছেন, ভরত অরুণ (বোলিং কোচ), সঞ্জয় বাঙ্গার (ব্যাটিং কোচ),আর শ্রীধর (ফিল্ডিং কোচ),প্যাট্রিক ফারহাদ (ফিজিও), শঙ্কর বাসু (ট্রেনার) ও রঘু (টিম সহকারি)। রবি শাস্ত্রী কোচ হলে এই ছ’জনকেই চান তাঁর দলে।

যদিও বিসিসিআই-এর পক্ষ থেকে আগেই অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে হেড কোচকে পুরো ছাড় দেওয়া হবে তাঁর সাপোর্ট স্টাফ বেছে নিতে। শাস্ত্রী এই নিয়ে বিশেষ কোনও মন্তব্য না করলেও তিনি জানিয়ে দিয়েছেন, বিসিসিআই যা চেয়েছে সব তিনি দিয়েছেন। রবি শাস্ত্রী এই সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়েই জাতীয় দলকে ১৮ মাসে বেশ কিছু সাফল্য এনে দিয়েছে। তার মধ্যে রয়েছে, টি২০ বিশ্বকাপ সেমিফাইনাল, টেস্ট ও ওয়ান ডেতে এক নম্বর স্থান। টি২০তে দ্বিতীয় র‌্যাঙ্কিং, অস্ট্রেলিয়ায় গিয়ে টি২০ সিরিজ জয়, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের মতো কৃতিত্ব রয়েছে।

আরও খবর

জাতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন রবি শাস্ত্রীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravi Shastri India Coach Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE