Advertisement
২১ মে ২০২৪
Roger Federer

বিদায় নিখুঁত হল না, আক্ষেপ থাকছে রজারের

ফেডেরার অবশ্য যোগ করেছেন, ‘‘টেনিস থেকে বিদায়কে নিখুঁত বলতে পারব না। তবে আমি খুশি। মানুষের তো কত ইচ্ছেই পূর্ণ হয় না। কী আর করা যাবে।’’

চোখের জলে টেনিসকে বিদায় জানাল রজার ফেডেরার।

চোখের জলে টেনিসকে বিদায় জানাল রজার ফেডেরার। — ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ০৭:১৮
Share: Save:

রজার ফেডেরারকে খোঁচা দিচ্ছে জীবনের শেষ ডাবলস ও সিঙ্গলস ম্যাচে পরাজিত হওয়া। তা-ই তাঁর বিদায়কে নিখুঁত বলতে পারছেন না তিনি। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘‘সবাই আশা করেছিলাম, আমার বিদায়ী ম্যাচটা রূপকথার গল্পের মতো হয়ে উঠবে। কিন্তু শেষ সিঙ্গলস ও ডাবলস ম্যাচে হেরেছি। দলগত ভাবেও শেষ ম্যাচে হারতে হয়েছে। আমার টেনিস খেলায় এ ভাবেই যবনিকা পড়ল।’’ ফেডেরার অবশ্য যোগ করেছেন, ‘‘টেনিস থেকে বিদায়কে নিখুঁত বলতে পারব না। তবে আমি খুশি। মানুষের তো কত ইচ্ছেই পূর্ণ হয় না। কী আর করা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Roger Federer Tennis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE