Advertisement
১২ জুন ২০২৪

অন্য ইরিনায় মজেছেন রোনাল্ডো

প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্ক শেষের মুখে দেখা হয়ে গিয়েছিল তাঁর লুক অ্যালাইকের সঙ্গে। সরকারি ভাবে এক বারের সেই সাক্ষাতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোতে মুগ্ধ সেই সার্বিয়ান সুপার মডেল ক্রিস্টিনা পেরিচ— যিনি নাকি হুবহু রোনাল্ডোর সেই প্রাক্তন প্রেমিকা ইরিনা শায়েকের মতোই দেখতে।

সুপারমডেল পেরিচ।-টুইটার

সুপারমডেল পেরিচ।-টুইটার

মাদ্রিদ শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ০৪:০১
Share: Save:

প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্ক শেষের মুখে দেখা হয়ে গিয়েছিল তাঁর লুক অ্যালাইকের সঙ্গে। সরকারি ভাবে এক বারের সেই সাক্ষাতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোতে মুগ্ধ সেই সার্বিয়ান সুপার মডেল ক্রিস্টিনা পেরিচ— যিনি নাকি হুবহু রোনাল্ডোর সেই প্রাক্তন প্রেমিকা ইরিনা শায়েকের মতোই দেখতে।

মিডিয়াকে সেই সাক্ষাতের কথা জানিয়ে ক্রিস্টিনার মন্তব্য, ‘‘ইরিনার পাঁচ বছরের সম্পর্ক যখন শেষের দিকে তখনই রোনাল্ডো এক বার দেখা করেছিল আমার সঙ্গে। কিন্তু সে দিন ও তাড়াহুড়োর মধ্যে ছিল। আমারও মায়ামি যাওয়ার তাড়া ছিল।’’ যদিও এর পর দু’জনে ফের মিডিয়াকে লুকিয়ে দেখা করেছেন কি না সে ব্যাপারে এড়িয়ে গিয়েছেন বছর কুড়ির এই মডেল কন্যা। ক্রিস্টিনা জানিয়েছেন, রোনাল্ডোর সঙ্গে তাঁর দেখা করিয়ে দিয়েছিলেন ডেভিড নামে তাঁর এক মেকআপ আর্টিস্ট বন্ধু। যিনি তাঁকে প্রথম বলেন, ‘‘তোমাকে একদম ইরিনার মতোই দেখতে। রোনাল্ডোর সঙ্গে আলাপ করিয়ে দেব। ও তোমাকে দেখলে খুশি হবে।’’ সেই মিটিং সম্পর্কে পেরিচের মন্তব্য, ‘‘অর্থ ও প্রতিপত্তির বাইরে গিয়ে রোনাল্ডো ভাল বন্ধু ও মানুষ হিসেবে আমার সঙ্গে মিশেছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristina Perich Ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE