Advertisement
১৮ মে ২০২৪

প্রচন্ড ক্ষুব্ধ সচিন, ক্ষমা চাইল ব্রিটিশ এয়ারওয়েজ

প্রচণ্ড ক্ষুব্ধ সচিন তেন্ডুলকর। সৌজন্যে ব্রিটিশ এয়ারওয়েজ। তাদের ‘পরোয়া করি না’ হাবভাবে মাস্টার ব্লাস্টার ভয়ানক রেগেছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ১৩:০৬
Share: Save:

প্রচণ্ড ক্ষুব্ধ সচিন তেন্ডুলকর। সৌজন্যে ব্রিটিশ এয়ারওয়েজ। তাদের ‘পরোয়া করি না’ হাবভাবে মাস্টার ব্লাস্টার ভয়ানক রেগেছেন। এমনিতে ডিপ্লোম্যাটিক স্বভাবের জন্য বিখ্যাত এই ক্রিকেট কিংবদন্তী। প্রকাশ্যে তাঁকে এতটা রাগতে শেষ কবে দেখা গেছে তা বোধহয় এখন আর কারোরই মনে নেই। সেই সচিনই স্বভাব বিরুদ্ধ ঢঙে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একের পর এক টুইটে ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে রীতিমত কামান দেগেছেন। সচিনের টুইট থেকেই জানা গেছে আসন থাকা সত্ত্বেও তাঁর পরিবারের সদস্যদের টিকিট কনফার্ম করার গরজ দেখায়নি ব্রিটিশ এয়ারওয়েজ। ওয়েটিং লিস্টেই রেখে দেওয়া হয়েছিল তাঁদের নাম। এমনকি জিনিসপত্রে ভুল ট্যাগ লাগিয়ে পাঠানো হয়েছে অন্য ঠিকানায়। বারবার বলা সত্ত্বেও ভুল শোধরানোর পথ মাড়ায়নি ওই এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

সচিনের টুইট কিছুক্ষণের মধ্যেই অন্তর্জাল দুনিয়ায় ঝড় তোলে। সমালোচনায় বিদ্ধ হতে শুরু করে ব্রিটিশ এয়ারওয়েজ।

তবে সচিনের টুইট বোমার জেরে বিপাকে পড়ে তড়িঘড়ি টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছে এই এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

সচিনের পুরো নাম জানতে চাইল ব্রিটিশ এয়ারওয়েজ?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE