Advertisement
১৬ মে ২০২৪

সানিয়ারা শেষ আটে

ভারতীয়দের জন্য ভালো-মন্দ দু’রকম প্রতিক্রিয়াই অপেক্ষা করছিল ইন্ডিয়ান ওয়েলসে। সানিয়া মির্জা ও বার্বোরা স্ট্রাইকোভা এক দিনে মেয়েদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে ওঠার উচ্ছ্বাস যেমন ছিল তেমনই হতাশা ছিল লিয়েন্ডার পেজদের প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়ার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০৩:২৯
Share: Save:

ভারতীয়দের জন্য ভালো-মন্দ দু’রকম প্রতিক্রিয়াই অপেক্ষা করছিল ইন্ডিয়ান ওয়েলসে।

সানিয়া মির্জা ও বার্বোরা স্ট্রাইকোভা এক দিনে মেয়েদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে ওঠার উচ্ছ্বাস যেমন ছিল তেমনই হতাশা ছিল লিয়েন্ডার পেজদের প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়ার। খুয়ান মার্টিন দেল পোত্রোর সঙ্গে জুটি বেঁধে নামলেও লিয়েন্ডাররা হেরে গেলেন ৩-৬, ৪-৬-এ লুক্সেমবার্গের জাইলস মুলার ও যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরির বিরুদ্ধে। সানিয়ারা জিতলেন ৬-২, ৬-৩-এ সারা ইরানি ও অ্যালিসিয়া রোসোলস্কার বিরুদ্ধে।

আরও পড়ুন: অভিনন্দনের স্রোতে কলকাতায় ফিরলেন ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়ন চৌরাসিয়া

শনিবার রোহন বোপান্না ও উরুগুয়ের পাবলো কুয়েভাসের জুটি হেরে গিয়েছিলেন নোভাক জকোভিচ এবং ভিক্টর ট্রয়িস্কির বিরুদ্ধে। বোপান্নাদের হারের পর তাই ভারতীয় সমর্থকদের আশা ছিল লিয়েন্ডারদের উপর। কিন্তু প্রাক্তন যুক্তরাষ্ট্র ওপেন সিঙ্গলস চ্যাম্পিয়ন দেল পোত্রোর সঙ্গে জুটিতে লিয়েন্ডার ছাপ ফেলতে পারলেন কোথায়!

প্রথম সেটে হেরে পিছিয়ে যাওয়ার পর অবশ্য দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ পেয়েছিলেন লিয়েন্ডাররা। কিন্তু তার কোনওটাই নিতে পারেননি। ইন্দো-আর্জেন্তিনীয় জুটি সব মিলিয়ে আটটি ব্রেক পয়েন্ট পান দ্বিতীয় সেটে। কিন্তু তাঁর একটাও কাজে লাগাতে পারেননি তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sania Mirza Indian Wells Doubles Quarter final
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE