কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের এক অনুষ্ঠানে সঞ্জয়-বিশ্বজিৎ।
নিজে তিনি মোহনবাগান কোচ। অথচ সেই ক্লাবের কর্তাদেরই এ বার একহাত নিলেন সঞ্জয় সেন!
শুধু মোহনবাগান কর্তারাই নন, তিন প্রধানের কর্তাদের বিরুদ্ধেই বৃহস্পতিবার ক্ষোভ উগরে দিয়ে আই লিগ জয়ী কোচ সরাসরি বলেন, ‘‘তিন প্রধানের কর্তাদের উৎখাত করা উচিত।’’
হঠাৎ করে সঞ্জয়ের এ রকম মন্তব্যের কারণ কী? এ দিন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেছিল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। সেখানেই আমন্ত্রিত ছিলেন দুই প্রধানের কোচ সঞ্জয় সেন ও বিশ্বজিৎ ভট্টাচার্য। ছিলেন বাগানের ফুটবল সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, মহমেডান কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়রাও।
সেখানে ইয়ুথ ডেভেলপমেন্টের প্রশ্ন উঠতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন সনি নর্ডিদের কোচ। বলেন, ‘‘তিন প্রধানের ১২৫ বছরের ঐতিহ্য রয়েছে। ক্লাব লাইসেন্সিংয়ের জন্য যা যা করতে হয় ক্লাবকর্তারা শুধু সেটাই করছেন এত দিন। ইয়ুথ ডেভলপমেন্টের জন্য কিছুই করা হয়নি। এই কর্তাদের উৎখাত করা উচিত।’’
সঞ্জয়ের যখন নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন, তখন তাঁর পাশে বসেছিলেন মোহনবাগানের ফুটবল সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়। মোহন কোচের এ ধরণের মন্তব্যে অস্বস্তিতে পড়ে যান সত্যজিৎ। পরে এ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘এটা ওর একান্ত ব্যক্তিগত মতামত। আমি কী বলব।’’ তবে মোহনবাগানের হয়ে জোরালো সওয়াল করতে ভোলেননি নব নির্বাচিত ফুটবল সচিব। তাঁর যুক্তি, ‘‘গত ১৮ বছর ধরে মোহনবাগান একটি অ্যাকাডেমি চালাচ্ছে। তবে ক্লাবগুলোর আর্থিক অবস্থা ভাল নয়, সে জন্য কিছু সমস্যা তো হচ্ছেই।’’ ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য অবশ্য এ নিয়ে কোনও কথাই বলতে চাননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy