Advertisement
১৬ মে ২০২৪
Peng Shuai

Peng Shuai: সুরক্ষিতই আছেন, আইওসি প্রেসিডেন্টকে জানালেন পেং

সেই পেংকে রবিবার একটি জুনিয়র টেনিস চ্যালেঞ্জার প্রতিযোগিতার ফাইনালে দেখা যায়।

পেং শুয়াই।

পেং শুয়াই। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ০৯:২৩
Share: Save:

চিনের টেনিস তারকা পেং শুয়াই রবিবার ভিডিয়ো কল করেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থোমাস বাখকে। তিনি জানিয়েছেন সুরক্ষিত আছেন। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইওসি। আরও জানানো হয়েছে, ৩০ মিনিটের এই কলে পেং আইওসিকে ধন্যবাদ জানান। বেজিংয়ের বাড়িতেই তিনি এখন আছেন।

এর আগে পেংকে চিনে আয়োজিত একটি প্রতিযোগিতায় দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছিল আয়োজকদের তরফে প্রকাশিত সরকারি ছবিতে। গত কয়েক সপ্তাহ ধরে চিনের তারকা টেনিস খেলোয়াড়ের রহস্যজনক ভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়া আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সেই পেংকে রবিবার একটি জুনিয়র টেনিস চ্যালেঞ্জার প্রতিযোগিতার ফাইনালে দেখা যায়। তিনি অতিথিদের মধ্যে ছিলেন। নীল জ্যাকেট এবং সাদা প্যান্ট পরে ছিলেন পেং। সেই ছবি দেখিয়ে চিনের তরফে দাবি করার চেষ্টা চলছে, পেং নিরুদ্দেশ হননি। তবে সেই ছবি দেখেও মেয়েদের পেশাদার টেনিস সংস্থা ডব্লিউটিএ চিন্তামুক্ত হতে পারেনি তখনও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Peng Shuai Chinese Tennis IOC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE