Advertisement
১৪ জুন ২০২৪

আগুনে ব্যাটিংয়ে নাজেহাল বাংলাদেশ, বৃষ্টিতেও মিলল না স্বস্তি

বৃষ্টির জন্য খেলা থেমেছিল বেশ কিছু ক্ষণ। বাংলাদেশের বোলিং বিভাগের জন্য স্বস্তিও ততটুকু সময়ের জন্যই স্থায়ী হয়েছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। বাংলাদেশের বোলিং সামলাতে নেমে শক্ত হাতেই হাল ধরেন শিখর ধবন এবং মুরলি বিজয়। এই দুই ওপেনারের ব্যাট ছুঁয়েই স্কোর বোর্ডে রান তরতর করে বাড়তে থাকে। বৃষ্টি নামার আগে পর্যন্ত ২৩ ওভারে ১০৭ রান তোলে ভারত। যার মধ্যে ৭৪ বলে ৭১ রানের একটা টপ গিয়ারের ইনিংশ আসে ধবনের ব্যাট থেকে।

ধবনের শতরানের পর মুরলি বিজয়ের অভিনন্দন। ছবি: এএফপি।

ধবনের শতরানের পর মুরলি বিজয়ের অভিনন্দন। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ১২:৫৫
Share: Save:

বৃষ্টির জন্য খেলা থেমেছিল বেশ কিছু ক্ষণ। বাংলাদেশের বোলিং বিভাগের জন্য স্বস্তিও ততটুকু সময়ের জন্যই স্থায়ী হয়েছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। বাংলাদেশের বোলিং সামলাতে নেমে শক্ত হাতেই হাল ধরেন শিখর ধবন এবং মুরলি বিজয়। এই দুই ওপেনারের ব্যাট ছুঁয়েই স্কোর বোর্ডে রান তরতর করে বাড়তে থাকে। বৃষ্টি নামার আগে পর্যন্ত ২৩ ওভারে ১০৭ রান তোলে ভারত। যার মধ্যে ৭৪ বলে ৭১ রানের একটা টপ গিয়ারের ইনিংশ আসে ধবনের ব্যাট থেকে। এর সঙ্গে মুরলি বিজয়ের ৭০ বলে ৩৩ রানের ধৈর্যশীল ব্যাটিংয়ের সঙ্গতে প্রথম ইনিংশে পায়ের তলার মাটি শক্ত হতে শুরু হয় বিরাট বাহিনীর। বৃষ্টির পর খেলা শুরু হতেই বোঝা গেল বৃষ্টিতে খেলা কিছু ক্ষণ থামলেও ব্যাটিংয়ের তাল কাটেনি একটুও। ধবনের পাওয়ার বা মুরলির ডিফেন্স— কোনও কিছুর বিরুদ্ধেই কোনও জবাব বা পাল্টা জোরালো আক্রমণ পাওয়া গেল না সাকিবদের থেকে। ৫৬ ওভারের পর ২৩৯ রানে অপরাজিত ভারতের ওপেনিং জুটি। এর মধ্যে ১৫০ রান ধবনের আর মুরলি বিজয়ের রান ৮৯।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE