Advertisement
১৮ মে ২০২৪
shooting

শুটিং বিশ্বকাপে গণ্ডগোল, সতীর্থের বিরুদ্ধেই অভিযোগ, নাম প্রত্যাহার হাঙ্গেরির

হাঙ্গেরি নাম তোলায় যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে থাকা আমেরিকার বিরুদ্ধে খেলবে ভারত।

অভিযোগের আঙুল সিডির দিকে।

অভিযোগের আঙুল সিডির দিকে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৬:২৬
Share: Save:

নয়াদিল্লিতে চলতে থাকা শুটিং বিশ্বকাপে আচমকাই তাল কাটল। সতীর্থের বিরুদ্ধে অনৈতিক সরঞ্জাম ব্যবহার করার অভিযোগে দল তুলে নিল হাঙ্গেরি। ফলে ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবার তাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ম্যাচ স্থগিত রাখা হল। হাঙ্গেরি নাম তোলায় যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে থাকা আমেরিকার বিরুদ্ধে খেলবে ভারত।

বৃহস্পতিবার নির্ধারিত সময়ে দুই দলই হাজির হয়ে গিয়েছিল। এমন সময় সতীর্থ পিটার সিডির দিকে আঙুল তোলেন ইস্তিভান পেনি এবং জাভান পেকলার। তাঁদের দাবি ছিল, অনৈতিক ভাবে বাইপড ব্যবহার করছেন সিডি। তাই তাঁরা সিডির সঙ্গে খেলতে চান না।

শুটিংয়ের আগে বা পরে অথবা স্থান পরিবর্তনের সময় কাঁধের সঠিক জায়গায় রাইফেল রাখার জন্য বাইপড ব্যবহার করা যায়। কিন্তু ফায়ারিং করার সময় তা ব্যবহারের অনুমতি নেই। সিডি যদিও স্বীকার করতে চাননি বাইপড ব্যবহারের কথা। তিনি ইউ-ফর্ম ওয়েট নামে অন্য একটি সরঞ্জাম ব্যবহারের কথা বলেন। কিন্তু পেনি এবং পেকলার কোনও কথা শুনতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shooting Hungary Shooting World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE