Advertisement
১৮ জুন ২০২৪

উপহারের ভাবনা বিরাটদের

এখন ভারতীয় দলের রীতি হচ্ছে, ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন রাখা। লম্বা মরসুমে চোট-আঘাত ও ক্লান্তি এড়ানোর জন্য টানা কঠোর অনুশীলন আর করানো হচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ০৫:০৮
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনির তিনশোতম এক দিনের ম্যাচ উপলক্ষে তাঁর দল আজ, মাঠেই বিশেষ পুরস্কার তুলে দিতে পারে। বিশ্বস্ত সূত্রের খবর, ম্যাচের আগের ‘হাডল’ করার সময় ধোনির হাতে বিশেষ স্মারক তুলে দেবেন অধিনায়ক বিরাট কোহালি।

এমনিতে কলম্বোয় সিরিজের শেষ দু’টি এক দিনের ম্যাচের আগেও আত্মতুষ্টিকে প্রশ্রয় দেওয়ার কোনও ব্যাপার নেই ভারতীয় শিবিরে। এ দিনও প্রায় রাত ন’টা পর্যন্ত অনুশীলন চলল। এবং, এই গোটা ওয়ান ডে সিরিজে সব চেয়ে আকর্ষণীয় তথ্য হচ্ছে, ধোনি একটিও প্র্যাকটিস সেশনে অনুপস্থিত থাকেননি। কে বলবে তিনিই দলের মধ্যে সব চেয়ে বয়স্ক ক্রিকেটার এবং ছত্রিশ বছর পেরিয়ে গিয়েছেন!

আরও পড়ুন: শুরুই হয় একশো সিট আপে

এখন ভারতীয় দলের রীতি হচ্ছে, ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন রাখা। লম্বা মরসুমে চোট-আঘাত ও ক্লান্তি এড়ানোর জন্য টানা কঠোর অনুশীলন আর করানো হচ্ছে না। সব দিন মাঠে আসাটা বাধ্যতামূলক না হওয়ায় প্রায় সব ক্রিকেটারই কোনও না কোনও দিন ছুটি নিয়েছেন। নেননি শুধু ধোনি। যা দেখে দলের তরুণতম ক্রিকেটার থেকে শুরু করে কোচেরা, টিম ম্যানেজমেন্টের অন্য সদসরা মুগ্ধ। এখনও যে তিনি তরুণ ব্রিগেডের সামনে উদাহরণ হতে পারেন, সেটাও মনে করিয়ে দিচ্ছেন কেউ কেউ।

এমনিতে ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে খুব বেশি মাতামাতি করার রীতি কোহালির এই দল বর্জন করতে চায়। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি এমন এক সম্মানীয় ব্যক্তি এবং আবেগের জায়গা যে, তাঁর ক্ষেত্রে সামান্য এই অনুষ্ঠানটুকু না করলেই নয়। বিশেষ করে এখনকার অধিনায়ক কোহালিও যেখানে ধোনির ক্রিকেট দক্ষতা এবং মস্তিষ্ক সম্পর্কে সশ্রদ্ধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE