Advertisement
১১ জুন ২০২৪
PR Sreejesh want to beat Pakistan

পাকিস্তানকে হকিতে হারিয়ে শহিদ সেনাদের হয়ে বদলা নিতে চান শ্রীজেশ

পিআর শ্রীজেশ মানেই জমজমাট ড্রেসিংরুম। সে অনুশীলন হোক বা সাংবাদিক সম্মেলন সব সময় জমিয়ে রাখেন ভারতীয় হকি দলের নতুন অধিনায়ক। কখনও গাইছেন তো কখনও নাচছেন। এমনই হালকা মেজাজে নিজের সেরাটা দিয়ে যায় গোলের নিচে দাঁড়িয়ে।

ভারত অধিনায়ক পিআর শ্রীজেশ। ছবি: ফেসবুক।

ভারত অধিনায়ক পিআর শ্রীজেশ। ছবি: ফেসবুক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১৩
Share: Save:

পিআর শ্রীজেশ মানেই জমজমাট ড্রেসিংরুম। সে অনুশীলন হোক বা সাংবাদিক সম্মেলন সব সময় জমিয়ে রাখেন ভারতীয় হকি দলের নতুন অধিনায়ক। কখনও গাইছেন তো কখনও নাচছেন। এমনই হালকা মেজাজে নিজের সেরাটা দিয়ে যায় গোলের নিচে দাঁড়িয়ে। ঠিক যে ভাবে পাক-ভারত সীমান্তে দাঁড়িয়ে দেশের স্বার্থে লড়াই করে যান সৈনিকরা ঠিক সে ভাবেই প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলান গোলের নিচে দাঁড়িয়ে। সেই শ্রীজেশই এ বার হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানকে। মাঠের যুদ্ধে বার বার হারাতে চান পাকিস্তানকে। দেশের সেই সব সৈনিকদের জন্য যাঁরা প্রাণ হারিয়েছেন বর্ডারে।

আগামী মাসেই মালয়েশিয়ায় শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। দেখা হবে পাকিস্তানের সঙ্গে। এখন থেকেই মনে মনে ফুটছে পুরো টিম। উরি অ্যাটাক মেনে নিতে পারেননি তাঁরাও। ভারতীয় সৈনিকদের জন্যই এখন পাকিস্তানের বিরুদ্ধে জিততে চান শ্রীজেশরা। বলেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই আলাদা উত্তেজনা তৈরি করে। আমরা আমাদের একশো শতাংশ দিতে চাই। আমাদের সৈনিকদের হতাশ করতে চাই না। বিশেষ করে যখন তাঁরা তাঁদের জীবন দিচ্ছে দেশের জন্য।’’ এশিয়ান চ্যাম্পিয়নিপের রাউন্ড রবিন লিগে ২৩ অক্টোবর মুকোমুখি হবে দুই দেশ। শ্রীজেশের মতে পাকিস্তান যে খুব উচ্চমানের হকি খেলছে এমনটা নয়। কিন্তু যে কোনও সময় চমকে দিতে পারে।

এই মুহূর্তে বেঙ্গালুরুর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় শিবির চলছে ভারতীয় হকি দলের। সেখানেই ভারত অধিনায়ক বলেন, ‘‘পাকিস্তান ভাল হকি খেলছে এমনটা নয়। কিন্তু ওরা মানসিকভাবে খুব শক্তিশালী। ওরা যে কোনও দলকে যে কোনও সময় হারিয়ে দিতে পারে এটাইওদের বিশেষত্ব।’’ ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় দলের শিবির শেষ হবে ঠিক মালয়েশিয়া উড়ে যাওয়ার আগে। ২৬ জনের এই শিবিরে রয়েছেন প্রাক্তন অধিনায়ক সর্দার সিংহ। যদিও অধিনায়কের ব্যাটন থাকছে শ্রীজেশের উপরই। শ্রীজেশ বলেন, ‘‘আমরা পাকিস্তানের থেকে ভাল জায়গায় রয়েছি। বিশ্বের সব সেরা দলের সঙ্গে খেলেছি। অন্যদিকে পাকিস্তান এই প্রথম অলিম্পিক্সের যোগ্যতাই অর্জন করতে পারেনি।’’ ভারত অধিনায়ক অবশ্য কোনও দলকেই হালকাভাবে নিচ্ছেন না। সেই তালিকায় রয়েছে মালয়েশিয়া, কোরিয়ার মতো টিম। শ্রীজেশ বলেন, ‘‘আমি বলছি না এশিয়ান চ্যাম্পিয়নশিপ সহজ টুর্নামেন্ট। কোরিয়া ভাল টিম তৈরি করেছে। মালয়েশিয়াও আন্তজাতিক পর্যায়ে উঠে আসছে।’’

তবে সব কিছুকে ছাপিয়ে এই মুহূর্তে ভারতীয় শিবিরে পাকিস্তান বধের ছক তৈরি। পুরো দলকে তাতাচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভুবনেশ্বরে ভারতকে হারিয়ে পাকিস্তান প্লেয়ারদের অভব্যতা। সব জবাব শ্রীজেশরা দিতে চান খেলার মাঠে। হকি স্টিকে।

আরও খবর

ইডেন, আমি আসছি এক বুক স্বপ্ন নিয়ে: গম্ভীর

মা দুর্গার আগমনী সঙ্গীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE