Advertisement
১৬ জুন ২০২৪
Shubham Gill

ইংল্যান্ডের মাটিতে কীভাবে সাফল্য আসবে, ঠিক করে ফেললেন শুভমন গিল

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের সাফল্যই টেস্ট চ্যাম্পিয়নশিপে কাজে দেবে বলে মনে করেন ভারতের এই ওপেনার।

শুভমন গিল

শুভমন গিল ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৬:১০
Share: Save:

বিদেশের মাটিতে প্রত্যেক সেশন ধরে খেলতে পারলে সাফল্য আসতে বাধ্য। এমনটাই মত শুভমন গিলের। ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও আইপিএল-এ ভাল ছন্দে না থাকলেও আত্মবিশ্বাসী গিল।

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের সাফল্যই টেস্ট চ্যাম্পিয়নশিপে কাজে দেবে বলে মনে করেন ভারতের এই ওপেনার। তিনি বলেন, ‘‘আমরা দারুণ খেলেছি অস্ট্রেলিয়াতে। ওপেনার হিসেবে আমার মনে হয়, প্রতিটা সেশনে এগিয়ে থাকার চেষ্টা করলে সাফল্য আসবে। শুধু ইংল্যান্ড বলে নয় বিদেশের মাটিতে সবসময়ই এই চেষ্টা করে যেতে হবে। ইংল্যান্ডে আকাশ মেঘলা থাকলে বল ভাল সুইং করে। মেঘ কেটে গেলে ব্যাট করতে সুবিধা হয়। ওপেনার হিসেবে তাই সঠিক হাবে পর্যবেক্ষণ করা খুব জরুরি।’’

গিল আরও বলেন, ‘‘অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য আমাদের আত্মবিশ্বাস যোগাবে। বেশ কয়েক বছর ধরেই আমরা ভাল খেলছি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এর থেকে ভাল প্রস্তুতি আর হতে পারে না।’’ আইপিএল-এ বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে খেলতে পারা তাঁকে সাহায্য করেছে বলে মনে করেন গিল। তিনি বলেন, ‘‘বিশ্বের সেরা বোলাদের বল নেটে দীর্ঘ সময় খেললে আত্মবিশ্বাস বাড়ে। কেকেআর দলে এ মরসুমে লকি ফার্গুসন ও প্যাট কামিন্সের মত বোলারদের নেটে খেলতে পারায় সুবিধা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Cricket team Shubham Gill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE