Advertisement
০১ নভেম্বর ২০২৪

দলীপে বাংলার সুদীপ, দিন্দা

গোলাপী বলে দলীপ ট্রফি চলতি মাসের শেষ সপ্তাহে। তবে যে রকম ঠিক হয়েছিল যে চারটি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট, তা হচ্ছে না। ভারতের সিনিয়র ও ‘এ’ দল বিদেশে থাকায় তিনটের বেশি দল বাছতে পারেনি বোর্ড। ইন্ডিয়া রেড, ব্লু ও গ্রিন— এই তিন দলের ক্যাপ্টেন যথাক্রমে যুবরাজ সিংহ, গৌতম গম্ভীর ও সুরেশ রায়না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০৩:১৬
Share: Save:

গোলাপী বলে দলীপ ট্রফি চলতি মাসের শেষ সপ্তাহে। তবে যে রকম ঠিক হয়েছিল যে চারটি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট, তা হচ্ছে না। ভারতের সিনিয়র ও ‘এ’ দল বিদেশে থাকায় তিনটের বেশি দল বাছতে পারেনি বোর্ড। ইন্ডিয়া রেড, ব্লু ও গ্রিন— এই তিন দলের ক্যাপ্টেন যথাক্রমে যুবরাজ সিংহ, গৌতম গম্ভীর ও সুরেশ রায়না। বাংলা থেকে ডাক পেলেন দুই ক্রিকেটার সুদীপ চট্টোপাধ্যায় (রেড) ও অশোক দিন্দা (গ্রিন)। কোনও নিয়মিত ভেনুতেও এই টুর্নামেন্ট করতে পারছে না বোর্ড। দিল্লি ক্রিকেট সংস্থাকে প্রস্তাব দেওয়া হলেও তারা এই দায়িত্ব নিতে রাজি হয়নি বলে বোর্ডসূত্রের খবর। তাই এ বারের দলীপ ট্রফি পাঠিয়ে দেওয়া হয়েছে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায়। ওখানে ২৩ অগস্ট থেকে শুরু হবে দলীপের খেলা। প্রতি ম্যাচ দিন-রাতের। প্রাথমিক পর্বে তিনটি ম্যাচ চার দিনের। ফাইনাল পাঁচ দিনের।

অন্য বিষয়গুলি:

duleep trophy Ashoke dinda Sudip chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE