Advertisement
১৭ মে ২০২৪

নারিনের অ্যাকশনের পরীক্ষা আজ বা কাল

ভারতে এসে পড়লেন কেকেআরের বিতর্কিত ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। বোডর্সূত্রে খবর, বৃহস্পতি বা শুক্রবার চেন্নাইয়ের বায়োমেকানিক্যাল ল্যাবে তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন নারিন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০৩:৩০
Share: Save:

ভারতে এসে পড়লেন কেকেআরের বিতর্কিত ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। বোডর্সূত্রে খবর, বৃহস্পতি বা শুক্রবার চেন্নাইয়ের বায়োমেকানিক্যাল ল্যাবে তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন নারিন।

নারিনের বিষয়ে যে বিসিসিআই-এর পরামর্শ অনুযায়ীই এগোচ্ছেন তাঁরা, তা কার্যত স্বীকার করে নিয়ে এ দিন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর টুইটারে জানান, ‘‘বোর্ডের প্রেসিডেন্ট ও সচিবকে নারিন ইসুতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আশা করি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’’ কেকেআর সূত্রের খবর, নারিনের অ্যাকশন পরীক্ষার পর তার রিপোর্ট দেখে তবেই সিদ্ধান্ত হবে তিনি আইপিএলের শুরু থেকেই মাঠে নামতে পারবেন কি না। তবে ঘনিষ্ঠ মহলে নাকি নারিন জানিয়েছেন, নিজের অ্যাকশন নিয়ে তিনি আত্মবিশ্বাসী। রিপোর্ট যদি নেগেটিভও হয়, তা হলেও তিনি অ্যাকশন শুধরে পরে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন বলে বোর্ডসূত্রের খবর।

এ দিকে নাইট শিবিরের ক্রিকেটাররা শুক্রবার থেকে শহরে জমায়েত হতে শুরু করবেন বলে কেকেআর জানাচ্ছে। ওই দিনই তাদের প্রস্তুতি শিবির শুরু হয়ে যেতে পারে। তবে দলের তারকা ক্রিকেটাররা সম্ভবত শনিবারের আগে আসছেন না। তাদের প্রথম ম্যাচ আগামী বুধবার। নাইটদের শিবিরে আর এক দুশ্চিন্তার খবর, বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে সম্ভবত প্রথম দু’টি ম্যাচের পর আর পাওয়া যাবে না। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলার জন্য ১২ মে পর্যন্ত তাঁকে সেখানেই থাকতে হবে। তার পর হয়তো আর লিগের দু’টি ম্যাচে খেলতে পারবেন সাকিব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE