Advertisement
১৪ জুন ২০২৪
Surajit Sengupta

Surajit Sengupta: সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থা সঙ্কটজনক, তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে

কৃত্রিম শ্বাসপ্রক্রিয়ায় রাখা হয়েছে সুরজিৎকে। ৭০ বছর বয়সী এই প্রাক্তন ফুটবলার গত কয়েক দিন ধরে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

সুরজিৎ সেনগুপ্ত।

সুরজিৎ সেনগুপ্ত। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৭:১০
Share: Save:

সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। শুক্রবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

শ্বাস প্রক্রিয়ায় সমস্যা রয়েছে। ভেন্টিলেশনের সাহায্যে প্রাক্তন এই ফুটবলারের অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৮ শতাংশ থাকছে। এ ছাড়াও অসংলগ্ন কথা বলছেন। এনসেফ্যালোপ্যাথির লক্ষ্মণও রয়েছে। রক্তচাপের পরিমাণও স্বাভাবিক নয়। সে ক্ষেত্রেও কৃত্রিম প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বাইপাসের ধারে একটি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল সুরজিৎকে। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সুরজিতের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়ে যে একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হবে এই প্রাক্তন ফুটবলারের জন্য।

ডাক্তার অজয় কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুরজিৎ। এ ছাড়াও তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্যান্যরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Surajit Sengupta footballer Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE