Advertisement
১৮ মে ২০২৪

তাসকিন, সানির বোলিং অ্যাকশন নিয়ে সংশয় প্রকাশ আইসিসির

বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে হলেও পরের দিনটা খুব ভাল গেল না। আইসিসির বার্তায় রীতিমতো অস্বস্তিতে বাংলাদেশ শিবির। দলের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও আরাফত সানির বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানাল আইসিসি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ২০:১৩
Share: Save:

বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে হলেও পরের দিনটা খুব ভাল গেল না। আইসিসির বার্তায় রীতিমতো অস্বস্তিতে বাংলাদেশ শিবির। দলের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও আরাফত সানির বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানাল আইসিসি। কোচ চণ্ডিকা হাতুরুসিংহ জানিয়েছেন, ইতিমধ্যেই আইসিসির পক্ষ থেকে লিখিত ও মৌখিক যোগাযোগ করা হয়েছে। যতদিন পর্যন্ত না নিশ্চিত হওয়া যাচ্ছে এই দু’জনের বোলিং অ্যাকশন নিয়ে ততদিন দু’জনেই খেলতে পারবেন। কিন্তু বিশ্বকাপের মধ্যেই দু’জনকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। সাতদিনের মধ্যেই হওয়ার কথা এই পরীক্ষা। কিন্তু বাংলাদেশ কোচ এমনটা মনে করছেন না। তিনি বলেন, ‘‘আমি কোনও ভুল দেখিনি। ওরা সেই ভাবেই বল করছে গত ১২ মাস যে ভাবে করেছে। তবে আমি এই টুকুই বলতে পারি গতকালের ম্যাচে ওদের বোলিংয়ে নিশ্চয় অন্যরকম কিছু তাঁরা দেখেছেন।’’

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের একজন রেফারি এই দু’জনের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানিয়েছিলেন। এই রেফারি ও ম্যাচ রেফারি অতীতে ভারত-বাংলাদেশ ম্যাচ খেলিয়েছেন। যে ম্যাচে এই দু’জনও ছিল, জানান কোচ। তবে এই ঘটনা দলের খেলায় যে কোনও প্রভাব ফেলবে না সেটাও জানিয়ে দিয়েছেন হাতুরুসিংহ। বলেন, ‘‘এটা নির্ভর করবে দলের প্লেয়ারদের উপর। বোলার হিসেবে ওদের এটা বোঝার শক্তি রয়েছে। যদিও আমাদের হাতে কিছু নেই। আমরা তাই ভাবছি না। ওরা সম্প্রতি অনেক ক্রিকেট খেলেছে। আমাদের জন্য চমক ছিল। তবে আমাদের খেলার এর প্রভাব পরবে না।’’

আরও খবর

তামিমের ফর্মে ফেরার ম্যাচে জয় বাংলাদেশের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Taskin Ahmed Arafat Sunny Bangladesh Bowlers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE