Advertisement
১১ নভেম্বর ২০২৪
India vs Australia

২৭৬ রানে প্রথম ইনিংস শেষ অজিদের, সমতা ফেরাতে লড়াই করছে ভারত

বেঙ্গালুরু টেস্টে তৃতীয় দিনের সকালে আর মাত্র ৩৯ রান যোগ করল অস্ট্রেলিয়া। সব উইকেট খুইয়ে ২৭৬ রান প্রথম ইনিংস শেষ করে তারা। এর সঙ্গে ৮৭ রান নিয়ে এগিয়ে থাকে অজি ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান করেছে ভারত।

ছবি- এএফপি

ছবি- এএফপি

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ১২:২৮
Share: Save:

ভারত ১৮৯ এবং ২১৩/৪

অস্ট্রেলিয়া- ২৭৬

লড়াই এখনও জারি রয়েছে টিম ইন্ডিয়ার। তৃতীয় দিনের শেষে ১২৬ রানের লিড রাখল কোহালিরা। চেতেশ্বর পূজারা (৭৯) এবং আজিঙ্ক রাহানেরে (৪০) রানের অনবদ্য পার্টনারশিপে কিছুটা ঘুরে দাঁড়াল তারা। চা বিরতির পর আর কোনও উইকেট হারায়নি।

চা বিরতি। ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ১২২। দ্বিতীয় ইনিংসের প্রথম দিনেই রীতিমতো নাভিশ্বাস উঠছে টিম ইন্ডিয়ার। লিড এখন পঞ্চাশও পৌঁছায়নি। লোকেশ রাহুলের একটা অর্ধশতরান ছাড়া আর তেমন কেউ সুবিধা করে উঠতে পারেনি। এ বারেও বিরাট কোহালি (১৫) ব্যর্থ। জোস হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হন তিনি। প্রথম ইনিংসে নাথান লিঁয়-র ভেল্কি-র পর দ্বিতীয় ইনিংসে নায়ক হতে চলেছেন মিডিয়াম পেসার জোস হ্যাজলউড। এখনই ৩টি উইকেট তাঁর ঝুলিতে পুরে ফেলেছেন তিনি।

লাঞ্চ শেষ করেই প্রথম উইকেট হারাল ভারত। হাজেলউডের বলে মাত্র ১৬ রান করে বোল্ড হন অভিনব মুকুন্দ।

ফের ব্যর্থ হয়ে ঘরে ফেরা। ছবি-এএফপি

বেঙ্গালুরু টেস্টে তৃতীয় দিনের সকালে আর মাত্র ৩৯ রান যোগ করল অস্ট্রেলিয়া। সব উইকেট খুইয়ে ২৭৬ রান প্রথম ইনিংস শেষ করে তারা। এর সঙ্গে ৮৭ রান নিয়ে এগিয়ে থাকে অজি ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান করেছে ভারত।

প্রথম দিনে নাথান লিঁয়-র (৮ উইকেট) ভেল্কিতে বিরাট কোহালিরা যেমন ধূলিসাত্ হয়ে গিয়েছিল তেমনই অস্ট্রেলিয়াকেও যথেষ্ট বেগ পেতে হয় রবীন্দ্র জাদেজাকে সামলাতে গিয়ে। ৬৩ রান দিয়ে ৬ উইকেট নেন জাদেজা। এছাড়া অশ্বিন ২টি এবং ইশান্ত শর্মা, উমেশ যাদব একটি করে উইকেট পান।

আরও পড়ুন- উত্তপ্ত বেঙ্গালুরুতে চাপে সেই ভারতই

প্রথম দিন থেকেই চিন্নাস্বামীর পিচ ছিল স্পিনারদের দখলে। সেদিন নাথান লিঁয় একাই ৮ উইকেট নিয়ে বিরাট বাহিনীকে ১৮৯ রানে শেষ করে দেয়। একমাত্র লোকেশ রাহুলের ৯০ ছাড়া কোনও উল্লেখযোগ্য রান স্কোরবোর্ডে দেখা যায়নি। কিন্তু সেই তুলনায় স্মিথরা বেশ অনেকক্ষণ বাইশগজকে শাসন করেছে। ম্যাট রেনশ (৬০), শন মার্শ (৬৬), ম্যাথু ওয়েডদের (৪০) ব্যাটিং ভরে প্রথম ইনিংসে ২৭৬ রান করে অস্ট্রেলিয়া।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE