Advertisement
২১ মে ২০২৪
Mirabai Chanu

Tokyo Olympics: রুপোর মেয়ে চানু দেশে ফিরেই পুলিশের বড় কর্ত্রী

সোমবারই টোকিয়ো থেকে দিল্লি ফেরেন ভারতের এই ভারোত্তোলক। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রচুর মানুষ।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ১৭:৩৬
Share: Save:

অলিম্পিক্সে রুপোর পদক জিতে দেশে ফিরতেই দারুণ উপহার পেলেন মীরাবাই চানু। তাঁকে পুলিশের এএসপি(অ্যাডিশনাল সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ) করার কথা ঘোষণা করল মণিপুর সরকার। সোমবারই টোকিয়ো থেকে দিল্লি ফেরেন ভারতের এই ভারোত্তোলক। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রচুর মানুষ।

রেলের টিকিট পরীক্ষক হিসেবে এর আগে কাজ করতেন চানু। অলিম্পিক্সে সাফল্যের পরই ভিডিয়ো কলে তাঁর সঙ্গে কথা বলেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তিনি জানান, চানুর জন্য উপহার আছে। বীরেন বলেন, ‘তোমায় আর স্টেশনে এবং ট্রেনে টিকিট দেখার কাজ করতে হবে না। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করব। এর বেশি আমি আর কোনও তথ্য এখনই দিচ্ছি না। তোমার জন্য সারপ্রাইজ রাখছি।’

সেই মতোই চানু দেশে ফিরতেই তাঁর পদোন্নতির কথা ঘোষণা করে মণিপুর সরকার। তবে এখানেই শেষ নয়, আগেই চানুকে এক কোটি টাকা পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল মণিপুর সরকার। আর এবার চাকরিতে পদোন্নতি।

মিরাবাই চানু

মিরাবাই চানু ফাইল চিত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Manipur Mirabai Chanu ASP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE