Advertisement
০২ জুন ২০২৪

স্পিনারদের লড়াইও হবে প্রথম টেস্টে, মনে করেন হেড

অ্যাডিলেডের উইকেটে ঘাস ছাড়া থাকলেও এখানে যিনি ছোট থেকে খেলে আসছেন, সেই ট্রাভিস হেডের ধারণা, পুরো টেস্টই পেসাররা মাতাবেন না, স্পিনাররাও এই উইকেট থেকে সাহায্য পেতে পারেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ০৪:০১
Share: Save:

অ্যাডিলেডের উইকেটে ঘাস ছাড়া থাকলেও এখানে যিনি ছোট থেকে খেলে আসছেন, সেই ট্রাভিস হেডের ধারণা, পুরো টেস্টই পেসাররা মাতাবেন না, স্পিনাররাও এই উইকেট থেকে সাহায্য পেতে পারেন। অ্যাডিলেডের চিরাচরিত ব্যাটিং সহায়ক পিচকে কয়েক বছর হল যে ভাবে পেস সহায়ক বানিয়ে দিয়েছেন এখানকার কিউরেটররা, তার প্রশংসাই অবশ্য করেছেন হেড। কিন্তু পাশাপাশি শেফিল্ড শিল্ডে খেলার অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, স্পিনাররাও সাহায্য পেতে পারেন। যেমন ২০১৪-’১৫ মরসুমে পেয়েছিলেন নাথান লায়ন। তাঁর অন্যতম সেরা বন্ধু লায়ন সে বার ভারতের বিরুদ্ধে টেস্ট জিতিয়েছিল অস্ট্রেলিয়াকে।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা রবিবারই এসে পৌঁছলেন সবাই। স্থানীয় তারকা হেড দলের সঙ্গে যোগ দেওয়ার পরে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘‘শেফিল্ড শিল্ডের ম্যাচ তো খেলেছি এখানে। নতুন বলে পেসাররা এখানে সাহায্য পাবে ঠিকই। কিন্তু বল একটু পুরনো হলে কিন্তু ব্যাটসম্যানরাও রান পেতে শুরু করবে। শিল্ডের ম্যাচে পরের দিকে বল ঘুরেছে। টেস্টেও তা হতে পারে। আমার মনে হয়, এখানে টেস্ট খেলে কেউই অখুশি হবে না।’’

গত তিন টেস্ট দিন-রাতের হওয়ায় অ্যাডিলেডের পিচের চরিত্র পাল্টানো হয়েছে ঠিকই। কিন্তু ভারতের বিরুদ্ধে ২০১৪-র টেস্টে লায়ন দুই ইনিংস মিলিয়ে এক ডজন উইকেট পেয়েছিলেন। বিরাট কোহালির জোড়া সেঞ্চুরি সত্ত্বেও তাই লায়নের দাপটে ৪৮ রানে ম্যাচ হারে ভারত। এ বার শুরু থেকে না হলেও টেস্টের শেষ দিকে স্পিনাররা সাহায্য পেতে পারেন বলে মনে করেন হেড। বলেন, ‘‘শিল্ডে চতুর্থ ইনিংসে কিন্তু সাহায্য পেয়েছে ব্যাটসম্যানরা। কিন্তু প্রথম তিন দিনে পিচে বেশ কিছু ‘রাফ’ তৈরি হয়ে যাওয়ায় শেষ দু’দিনে স্পিনাররা সফল হয়েছে। শেষ দিকে আমাদের লায়ন আর ওদের স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’’

অশ্বিনকে খেলার টোটকা যে তিনি সংগ্রহ করে নেবেন বন্ধু হ্যারি নিয়েলসেন-এর কাছ থেকে, তাও এ দিন জানিয়ে দিয়েছেন তরুণ ব্যাটসম্যান। নিয়েলসেন দিন কয়েক আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে খেলে ভারতের বিরুদ্ধে শতরান পেয়েছেন। হেড বলেন, ‘‘প্রস্তুতি ম্যাচে হ্যারি অশ্বিনের বিরুদ্ধে খেলে শতরান করেছে। হ্যারির থেকে অশ্বিন সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। তাই অশ্বিনকে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Test India Australia Travis head
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE