Advertisement
০২ মে ২০২৪

শেষ টেস্টে ওঁর ভূমিকা সারাজীবন মনে রাখব: সচিন

জগমোহন ডালমিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মহেন্দ্র সিংহ ধোনি ও টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। দু’জনে তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি তাঁর টুইটারে লেখেন, “ক্রিকেটে তাঁর অবদানের জন্য ডালমিয়ার প্রতি শ্রদ্ধা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৬
Share: Save:

জগমোহন ডালমিয়ার মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেছে গোটা ক্রিকেট বিশ্ব। তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন সকলে।

প্রণব মুখোপাধ্যায়
শ্রী জগমোহন ডালমিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি।

নরেন্দ্র মোদী
শ্রী জগমোহন ডালমিয়ার আত্মার চিরশান্তি কামনা করি। ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

সচিন তেন্ডুলকর
ইডেনে আমার শেষ টেস্টে ওঁর পরিশ্রম আমার কাছে খুব স্পেশাল। ওঁর ভূমিকা সারাজীবন মনে রাখব। ওঁর আত্মার চিরশান্তি কামনা করি।

সঞ্জয় মঞ্জরেকর
ক্রিকেটীয় মনন এবং দক্ষ প্রশাসক একই সঙ্গে দু’টিই ছিলেন জগ্গু দাদা। ওঁর চলে যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে।

মহেন্দ্র সিংহ ধোনি
ক্রিকেটে তাঁর অবদানের জন্য ডালমিয়ার প্রতি শ্রদ্ধা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।

বিরাট কোহলি
হঠাত্ করে ডালমিয়াজির মৃত্যু সংবাদ পেলাম। তাঁর আত্মীয়, পরিজন ও পরিবারের প্রতি সমবেদনা রইল।

ইশান্ত শর্মা
ডালমিয়াজির মৃত্যুতে তাঁর পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনিল কুম্বলে
ডালমিয়াজির মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। তাঁর মৃত্যু বিশ্বক্রিকেটের এক অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।

প্রাক্তন বোর্ডকর্তা ইন্দ্রজিত্ বিন্দ্রা
জগমোহনের উত্সাহ ভারতীয় ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গেছে। দীর্ঘ দিন এক সঙ্গে কাটিয়েছি, আজ বার বার সে কথা মনে পড়ছে।

অশ্বিন রবিচন্দ্রন
একজন দক্ষ প্রশাসক ছিলেন জগমোহন ডালমিয়া। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

ফোন ঘুরিয়ে শাসন করেছেন ক্রিকেটবিশ্ব

চিরবিদায়ের পর উঠে এল প্রশ্ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Twitter Jagmohan Dalmiya Twitter reactions
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE