Advertisement
০৩ মে ২০২৪

‘চিন যেন সীমান্তে ঢুকে না আসে, এটা শান্তির বার্তা’

দশ রাউন্ডের বাউট। প্রতিটায় তিন মিনিটের লড়াই। যাঁর ডাক নামটাই এখন হয়ে দাঁড়িয়েছে ‘নক আউট সিংহ’, সেই তাঁকে যে পুরো দশ রাউন্ড পর্যন্ত লড়তে হবে, এটা স্বয়ং বিজেন্দ্রও ভাবেননি।

চ্যাম্পিয়ন: জুলপিকরকে হারিয়ে বিজেন্দ্র সিংহ। শনিবার। ছবি: পিটিআই।

চ্যাম্পিয়ন: জুলপিকরকে হারিয়ে বিজেন্দ্র সিংহ। শনিবার। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ০৪:৫৮
Share: Save:

এশিয়ার রাজা হওয়ার লড়াইয়ে নামার আগে বিজেন্দ্র সিংহ হুঙ্কার দিয়ে রেখেছিলেন, চিনকে বুঝিয়ে দেবেন, কে সেরা।

শনিবার রাতে চিনের জুলপিকর মইমইতিয়ালি-কে হারিয়ে সে কথা রাখলেন ভারতীয় বক্সার। একই সঙ্গে নিজের ডব্লিউ বি ও এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট খেতাব ধরে রাখার পাশাপাশি জিতে নিলেন জুলপিকরের ডব্লিউ বি ও ওরিয়েন্টাল বেল্টও। বাউট শেষ হওয়ার পরে চিনের জন্য আরও একটা বার্তা গেল বিজেন্দ্রর কাছ থেকে— ‘‘আমি জুলপিকরের বেল্টটা ওকে ফিরিয়ে দেবো। কিন্তু চিনের কাছে আমার একটা অনুরোধ আছে। চিন যেন আমাদের সীমান্তে ঢুকে না আসে। এটা শান্তির বার্তা। আমি সীমান্তে শান্তি চাই।’’

দশ রাউন্ডের বাউট। প্রতিটায় তিন মিনিটের লড়াই। যাঁর ডাক নামটাই এখন হয়ে দাঁড়িয়েছে ‘নক আউট সিংহ’, সেই তাঁকে যে পুরো দশ রাউন্ড পর্যন্ত লড়তে হবে, এটা স্বয়ং বিজেন্দ্রও ভাবেননি। এবং শুধু লড়াই নয়, রীতিমতো রক্তাক্ত হতে হল তাঁকে। প্রো কেরিয়ারে ন’নম্বর ম্যাচ জিতে উঠে রক্তাক্ত মুখে সারল্য ভরা হাসিটা নিয়ে বিজেন্দ্রকে বলতে হল, ‘‘সত্যিই ভাবিনি এতটা কঠিন লড়াই হবে। আমার ধারণা ছিল, চিনা জিনিস বেশি দিন টেকে না। ও আমাকে চমকে দিয়েছে।’’

বাউটের পরে রক্তাক্ত বিজেন্দ্র আর তাঁর পাশে দাঁড়ানো জুলপিকরকে দেখে অবশ্য বোঝা যায়নি চ্যাম্পিয়ন কে হয়েছেন। তবে বিচারকরা সর্বসম্মতভাবেই বিজেন্দ্রকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। পাঁচ বার অবৈধ ভাবে বিজেন্দ্রকে মারার জন্য রেফারি সতর্ক করে দেন জুলপিকরকে। দর্শকদের চিৎকারও শোনা যায়, ‘চিটার, চিটার।’

মুম্বইয়ে এই মেগা লড়াই দেখতে হাজির ছিলেন অমিতাভ বচ্চন থেকে রণদীপ হুদারা। লড়াই শেষ হওয়ার পরে দেখা যায় রিংয়ের পাশে এসে বিজেন্দ্রকে জড়িয়ে ধরেছেন অমিতাভ। বীরেন্দ্র সহবাগ টুইট করেন, ‘কঠিন লড়াই হল, কিন্তু অভিনন্দন বিজেন্দ্র। তোমার লড়াই দেখতে দেখতে হাক্কা চাউমিন খাচ্ছিলাম। আর রিংয়ে তুমি চাইনিজ হাক্কা বাক্কা বানালে!’’

বিজেন্দ্র বনাম জুলপিকর লড়াই ছাপিয়েও এই বাউট-কে দেখা হচ্ছিল চিন বনাম ভারতের অন্য দ্বৈরথ হিসেবে। এমনকী বিজেন্দ্রও বলেছিলেন, ‘‘সীমান্তে এখন যা উত্তেজক অবস্থা, তাতে এই লড়াই অন্য মাত্রা পেয়ে যাবে। চিন বনাম ভারতের এই লড়াইটা দেখার জন্য প্রচুর আগ্রহ থাকবে মানুষের।’’ আগ্রহ অবশ্য কম ছিল না। বলিউডের ‘হুজ হু’-দের উপস্থিতিই সেটা বুঝিয়ে দিচ্ছিল। বিজেন্দ্রর ঘুষি আছড়ে পড়েছে জুলপিকরের শরীরে, গর্জন উঠেছে রিংয়ের বাইরে।

জিতলেন অখিলরা: বেজিং অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে ওঠা ভারতীয় বক্সার অখিল কুমার জীবনের প্রথম পেশাদার লড়াইয়ে হারালেন অস্ট্রেলিয়ার টাই গিলক্রিস্টকে। আর এক লড়াইয়ে জিতেন্দ্র কুমার জিতলেন থানেত লিখতিকামপর্নের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE