Advertisement
১৭ মে ২০২৪

দিল্লিতে মোম-মূর্তি বিরাটের

মূর্তি বানানোর আগে ভারতীয় অধিনায়কের বাড়িতে গিয়ে নানা মাপ নিয়েছেন শিল্পীরা। তাঁদের চেষ্টা যে বৃথা যায়নি তা নিজেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

আপ্লুত: মোমের তৈরি কোহালিকে ঘিরেও উন্মাদনা তুঙ্গে। নয়াদিল্লিতে মাদাম তুসো সংগ্রহশালায় ভারত অধিনায়কের মূর্তির সামনে ভক্তদের নিজস্বী। ছবি: এপি

আপ্লুত: মোমের তৈরি কোহালিকে ঘিরেও উন্মাদনা তুঙ্গে। নয়াদিল্লিতে মাদাম তুসো সংগ্রহশালায় ভারত অধিনায়কের মূর্তির সামনে ভক্তদের নিজস্বী। ছবি: এপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০৩:২৮
Share: Save:

লিয়োনেল মেসি, কপিল দেব, ইউসেইন বোল্টের পরে এ বার বিরাট কোহালির মূর্তি বসল দিল্লির মাদাম তুসো ওয়াক্স মিউজিয়ামে। ভারতের জার্সি গায়ে ব্যাটিং স্টান্স নিয়ে দাঁড়িয়ে থাকা সেই পরিচিত আগ্রাসী ভারতীয় অধিনায়ককে তুলে ধরেছেন শিল্পীরা।

জানা গিয়েছে, মূর্তি বানানোর আগে ভারতীয় অধিনায়কের বাড়িতে গিয়ে নানা মাপ নিয়েছেন শিল্পীরা। তাঁদের চেষ্টা যে বৃথা যায়নি তা নিজেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। বিরাট বলেছেন, ‘‘পরিশ্রম ও দক্ষতার সঙ্গে এই মুর্তি বানানো হয়েছে। মাদাম তুসোর মতো বিখ্যাত মিউজিয়ামে আমার মুর্তি বসানোর জন্য ধন্যবাদ। পুরোটাই সম্ভব হয়েছে ভক্তদের ভালবাসার জন্য।’’

সামনেই ভারতের ইংল্যান্ড সফর। বিরাট তাই জিমে নিজের ফিটনেস ঝালিয়ে নিচ্ছেন। যেখানে তাঁর সঙ্গে যোগ দিচ্ছেন স্ত্রী অনুষ্কা শর্মাও। এ দিন ইনস্টাগ্রামে তাঁর ও অনুষ্কার জিম করার ভিডিও ফুটেজ প্রকাশ করেন বিরাট। সেখানে অনুষ্কাকে দেখিয়ে বিরাটের রসিকতা, ‘‘শরীরকে শক্তিশালী করার অনুশীলনে দেখুন কে আমার সঙ্গে। একদম ‘বস্’-এর মতো ব্যায়াম করছে। ও আমার চেয়েও বেশি ‘কার্ডিও-এক্সাসাইজ’ করে। খুব শক্তিশালী...।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE