Advertisement
০১ নভেম্বর ২০২৪
Virat Kohli

কোহলীর পাশে জাফর, হৃতিক রোশনকে দিয়ে খোঁচা ভনকে

কোহলীকে সেরা বললে লাইক পাওয়া যায়, মত ভনের। পাল্টা দিলেন জাফর।

বিরাট কোহলী ও হৃতিক রোশন।

বিরাট কোহলী ও হৃতিক রোশন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১০:২০
Share: Save:

কেন উইলিয়ামসনকে টেনে এনে বিরাট কোহলীকে খোঁচা দিয়েছিলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে এ বার খোঁচা দিলেন ওয়াসিম জাফর। ভারতের প্রাক্তন ওপেনারের অস্ত্র হৃতিক রোশন।

জাফর টুইট করে লেখেন, ‘অতিরিক্ত আঙুল হৃতিকের কাছে আছে। কিন্তু খোঁচায় মাইকেল ভন’। জাফরের এই টুইট ভারতীয়রা বেশ আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন। নেটাগরিকরা প্রশংসাও করেছেন এই টুইটের।

শুক্রবার ভন এক সাক্ষাৎকারে বলেন, “উইলিয়ামসন ভারতীয় হলে ওকেই বিশ্বের সেরা ক্রিকেটার বলা হতো। কিন্তু তা না হওয়ায় এ কথা বলার অধিকার নেই আপনার। উইলিয়ামসনকে সেরা বললে নেটমাধ্যমে আপনার তুমুল সমালোচনা হবে। কোহলীকে সেরা বলতেই হবে। তবেই বেশি লাইক পাবেন, আরও বেশি মানুষ আপনাকে অনুসরণ করবে।”

জাফরের সেই টূইট।

জাফরের সেই টূইট।

ভনের মতে কোহলীর সমকক্ষ উইলিয়ামসন। কিন্তু ইনস্টাগ্রামে তাঁর অনুগামী না থাকায় কেউ উইলিয়ামসনকে নিয়ে মাতামাতি করেন না। ভন বলেন, “সব ধরনের ক্রিকেট মিলিয়ে উইলিয়ামসনই সেরা। নিজের কৃতিত্ব নিয়ে কখনও বড়াই করে না ও। ঠাণ্ডা মাথায় কাজটা করে যায়, ভদ্রতার সঙ্গে।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE