Advertisement
২১ মে ২০২৪
Achinta Sheuli

রাতে মহিলাদের হস্টেলে কমনওয়েলথে সোনাজয়ী বাঙালি খেলোয়াড়, বহিষ্কৃত অলিম্পিক্সের শিবির থেকে

রাতে মহিলাদের হস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন অচিন্ত্য শিউলি। কমনওয়েলথে সোনাজয়ী বাঙালি ভারোত্তোলককে অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হয়েছে।

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ১৮:০৮
Share: Save:

অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হয়েছে অচিন্ত্য শিউলিকে। রাতে মহিলাদের হস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন তিনি। সেই কারণে শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। ২০২২ সালে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতেছিলেন অচিন্ত্য।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মহিলাদের হস্টেলে রাতে ঢোকার চেষ্টা করেছিলেন অচিন্ত্য। সেই সময় এক নিরাপত্তারক্ষী তাঁকে দেখতে পান। তিনি সেই ঘটনার ভিডিয়ো করেন। অচিন্ত্যকে আটকানো হয়। সেই ভিডিয়ো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) ও এনআইএস পাতিয়ালার এগজ়িকিউটিভ ডিরেক্টর বিনীত কুমারের কাছে পাঠানো হয়। ভিডিয়ো প্রমাণ থাকায় আলাদা করে কোনও তদন্ত কমিটি তৈরি করা হয়নি।

ভারতীয় ভারোত্তোলক সংস্থার এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “এই ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। অচিন্ত্যকে সঙ্গে সঙ্গে শিবির ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।” শুক্রবারই নাকি শিবির ছেড়ে চলে গিয়েছেন অচিন্ত্য।

এই বহিষ্কারের ফলে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের স্বপ্ন এ বার আর পূর্ণ হচ্ছে না অচিন্ত্যের। কারণ, এই মাসেই তাইল্যান্ডের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না অচিন্ত্য। ফলে তাঁর আর অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের সুযোগ থাকছে না।

২০২২ সালের কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছিলেন অচিন্ত্য। তার পরে অবশ্য চোট পেয়েছিলেন তিনি। চোট সারিয়ে আবার অনুশীলন শুরু করেছিলেন অচিন্ত্য। অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু বিশৃঙ্খলার অভিযোগে বহিষ্কৃত করা হল তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Achinta Sheuli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE